ভারতীয় জ্যোতিষশাস্ত্রে শনিদেবতাকে এক বিশেষ স্থান দেওয়া হয়েছে। শনিদেবে বক্রদৃষ্টির প্রভাবে যে কারও জীবনে বিপত্তি নেমে আসতে পারে। এই সময় জাতক-জাতিকাদের জীবনে নানা ধরনের সমস্যা হতে পারে। তবে এমনটা নয় যে শনিদেব সর্বদাই জাতক-জাতিকাদের ক্ষতি করেন। শনিদেবের অবস্থান শুভ হলে জাতক-জাতিকারা অচিরেই রাজযোগ লাভ করেন।
সিংহ রাশি- মনে শান্তি এবং প্রসন্নতার ভাব বজায় থাকবে। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে, তবে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা মিলবে। জাতক-জাতিকাদের কথাবার্তায় আরও বিনয়ী হতে হবে। কর্মক্ষেত্রে জাতক-জাতিকারা সফল হবেন। আয় বৃদ্ধি হবে, তবে এর জন্য জাতক-জাতিকাদের স্থান পরিবর্তন করতে হতে পারে।
ধনু রাশি- ধনু জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। সন্তানের সুখ প্রাপ্তি হতে পারে। পরিবারে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে, কাজের সূত্রে বাইরে যাওয়ার যোগ রয়েছে। মনে শান্তি বা প্রসন্নতা বজায় থাকবে। মনে রাখতে হবে আত্মবিশ্বাস ভাল- তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়াই ভাল। পরিবারে মা বা বয়োজ্যেষ্ঠ কারও থেকে ধন প্রাপ্তি হতে পারে।
মকর রাশি- সম্পত্তি থেকে আয় হতে পারে। পরিবারের মায়ের তরফ থেকে আয় বৃদ্ধি হতে পারে। কলা বা সঙ্গীতের প্রতি জাতক-জাতিকাদের আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন সুখময় হবে। সন্তানের তরফ থেকে সুখবর প্রাপ্তির আশা রয়েছে। কর্মক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা মিলবে। আয়ের বৃদ্ধি হবে এবং নতুন বাহন কেনার সম্ভাবনা রয়েছে।
মীন রাশি- আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কাজের প্রতি উৎসাহ আরও বাড়বে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় আরও বেশি আয়ের সম্ভাবনা রয়েছে। তবে স্থান পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। মানসিক শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। আয়ের বৃদ্ধি হবে৷ (Disclaimer- প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )