হোম » ছবি » জ্যোতিষকাহন » শতভিষায় শনির গোচর; আগামী সাত মাসে এই রাশির ভাগ্যোদয় নিশ্চিত

Shani Gochar 2023: শতভিষায় শনির গোচর; আগামী সাত মাসে এই রাশির ভাগ্যোদয় নিশ্চিত

  • 17

    Shani Gochar 2023: শতভিষায় শনির গোচর; আগামী সাত মাসে এই রাশির ভাগ্যোদয় নিশ্চিত

    দোলের পর আর এক সপ্তাহ, তারই মধ্যে বিরাট পরিবর্তন আসতে চলেছে এই সব রাশির জাতক জাতিকাদের জীবনে। আসলে শনি গোচরের প্রভাব পড়বে প্রায় সমস্ত রাশির উপরই। তার মধ্যে কোনও কোনও রাশির উপর পড়বে শুভ প্রভাব।

    MORE
    GALLERIES

  • 27

    Shani Gochar 2023: শতভিষায় শনির গোচর; আগামী সাত মাসে এই রাশির ভাগ্যোদয় নিশ্চিত

    ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা এবং কর্মফল দাতা। মনে করা হয় শনিদেব পৃথিবীর জীবের ভাল ও মন্দ কাজের হিসাব করেন, সেই অনুযায়ী ফল দান করেন। শনিদেবের কৃপায় জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি লাভ হয়। আবার শনিদেবের প্রকোপে নষ্টও হতে পারে জীবন।

    MORE
    GALLERIES

  • 37

    Shani Gochar 2023: শতভিষায় শনির গোচর; আগামী সাত মাসে এই রাশির ভাগ্যোদয় নিশ্চিত

    আগামী ১৫ মার্চ থেকে শনিদেব শতভিষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। তিনি বর্তমানে অবস্থান করছেন কুম্ভ রাশিতে, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন। এই পরিস্থিতিতে শতভিষা নক্ষত্রে শনির গোচর কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

    MORE
    GALLERIES

  • 47

    Shani Gochar 2023: শতভিষায় শনির গোচর; আগামী সাত মাসে এই রাশির ভাগ্যোদয় নিশ্চিত

    মেষ: শনির গোচরের ফলে মেষ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন। এই সময়ে নিজস্ব ব্যবসা শুরু করা যেতে পারে। নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন। এই সময়ে ব্যবসায়িক লাভের সম্ভাবনাও রয়েছে। চাকরিজীবীরা অগ্রগতির সুযোগ পাবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    MORE
    GALLERIES

  • 57

    Shani Gochar 2023: শতভিষায় শনির গোচর; আগামী সাত মাসে এই রাশির ভাগ্যোদয় নিশ্চিত

    মিথুন: ভারতীয় জ্যোতিষ শাস্ত্র বলছে, এই সময়ে নানা দিক থেকে লাভবান হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকা। গত বছর শনির প্রভাবে অনেক সমস্যায় পড়তে হয়েছিল এই রাশির জাতক জাতিকা। এবার শুভ ফল দেখা যাবে। শনিদেব মিথুন রাশির নবম ঘরে গমন করছেন। ফলে এই সময়ে মিথুন রাশির জাতক জাতিকার ভ্রমণ সফল হতে পারে। বিদেশ যাওয়ার সুযোগ মিলতে পারে, অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী হবে।

    MORE
    GALLERIES

  • 67

    Shani Gochar 2023: শতভিষায় শনির গোচর; আগামী সাত মাসে এই রাশির ভাগ্যোদয় নিশ্চিত

    সিংহ: সিংহ রাশির জাতক জাতিকার জন্যও এই গোচর শুভ। কর্পোরেট ক্ষেত্রে সাফল্য আসবে। কর্মরত ব্যক্তিরা এই সময়ের মধ্যে বদলি পেতে পারেন। তাছাড়াও ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। অর্থের দিক থেকেও এই গোচর লাভজনক হতে চলেছে।

    MORE
    GALLERIES

  • 77

    Shani Gochar 2023: শতভিষায় শনির গোচর; আগামী সাত মাসে এই রাশির ভাগ্যোদয় নিশ্চিত

    তুলা: এই সময়ের মধ্যে তুলা রাশির জাতক জাতিকারা কর্মজীবনের শুভ ফল পেতে পারেন। আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের এসময় কঠোর পরিশ্রম করতে হবে, তবেই শুভ ফল পাওয়া যাবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES