গত ৮ মার্চ সারা দেশ জুড়ে পালিত হয়েছে রঙের উৎসব হোলি। আর এর ঠিক ৭ দিন পরেই রাহুর নক্ষত্র শতভিষায় হতে চলেছে শনির গমন। যার ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকার ইচ্ছে পূরণ হবে। সব কাজে মনের মতো ভাল ফল পাওয়া যাবে। তবে এই সব রাশির জাতক-জাতিকাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সতর্কও থাকতে হবে। রাশিচক্রের গ্রহের ন্যায়দেবতা এবং কর্মফলদাতা শনিদেব গত ৬ মার্চ উদিত হয়েছেন। জেনে নেওয়া যাক, শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে কেমন প্রভাব পড়তে চলেছে। আর কোন কোন রাশিই বা এর জেরে লাভবান হতে চলেছেন।
মেষ রাশি: শনিদেব শতভিষা নক্ষত্রে গমন করছেন। তার ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় আসতে চলেছে। বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টা একেবারেই আদর্শ। সুখবর পেতে পারেন তাঁরা। যতটা বিনিয়োগ করেছিলেন, তাঁর থেকে কয়েক গুণ বেশি মুনাফা রিটার্ন হিসেবে পেতে পারেন। যাঁরা চাকরি করছেন, তাঁদের এই সময় পদোন্নতির যোগ প্রবল। সেই সঙ্গে বেতন বৃদ্ধির সুযোগও আসতে পারে।
তুলা রাশি: শতভিষা নক্ষত্রে শনির গোচর তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। নিজেদের কাজের ক্ষেত্রে মনের মতো ফল লাভ করতে পারবেন এঁরা। বলা ভাল, সব দিক থেকেই যেন মঙ্গল হবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)