হোম » ছবি » জ্যোতিষকাহন » আর কয়েক দিন পরেই নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন শনিদেব! ভাগ্য খুলবে এই তিন রাশির

Shani Gochar 2023: আর কয়েক দিন পরেই নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন শনিদেব! ভাগ্য খুলবে এই তিন রাশির

  • 15

    Shani Gochar 2023: আর কয়েক দিন পরেই নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন শনিদেব! ভাগ্য খুলবে এই তিন রাশির

    আর মাত্র ১ সপ্তাহ পরেই নক্ষত্র গোচর করতে চলেছেন শনি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনিদেবকে ন্যায়ের দেবতা এবং কর্মফলদাতা হিসেবে গণ্য করা হয়। ফলে এই গোচর রাশিচক্রের সমস্ত রাশির জাতক-জাতিকার জন্য ভাল-মন্দ মিশিয়ে মিশ্র ফল বয়ে আনবে। তবে কয়েকটি রাশির জন্য শনির গোচর হবে অত্যন্ত শুভ।

    MORE
    GALLERIES

  • 25

    Shani Gochar 2023: আর কয়েক দিন পরেই নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন শনিদেব! ভাগ্য খুলবে এই তিন রাশির

    গত ৮ মার্চ সারা দেশ জুড়ে পালিত হয়েছে রঙের উৎসব হোলি। আর এর ঠিক ৭ দিন পরেই রাহুর নক্ষত্র শতভিষায় হতে চলেছে শনির গমন। যার ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকার ইচ্ছে পূরণ হবে। সব কাজে মনের মতো ভাল ফল পাওয়া যাবে। তবে এই সব রাশির জাতক-জাতিকাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সতর্কও থাকতে হবে। রাশিচক্রের গ্রহের ন্যায়দেবতা এবং কর্মফলদাতা শনিদেব গত ৬ মার্চ উদিত হয়েছেন। জেনে নেওয়া যাক, শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে কেমন প্রভাব পড়তে চলেছে। আর কোন কোন রাশিই বা এর জেরে লাভবান হতে চলেছেন।

    MORE
    GALLERIES

  • 35

    Shani Gochar 2023: আর কয়েক দিন পরেই নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন শনিদেব! ভাগ্য খুলবে এই তিন রাশির

    মেষ রাশি: শনিদেব শতভিষা নক্ষত্রে গমন করছেন। তার ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় আসতে চলেছে। বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টা একেবারেই আদর্শ। সুখবর পেতে পারেন তাঁরা। যতটা বিনিয়োগ করেছিলেন, তাঁর থেকে কয়েক গুণ বেশি মুনাফা রিটার্ন হিসেবে পেতে পারেন। যাঁরা চাকরি করছেন, তাঁদের এই সময় পদোন্নতির যোগ প্রবল। সেই সঙ্গে বেতন বৃদ্ধির সুযোগও আসতে পারে।

    MORE
    GALLERIES

  • 45

    Shani Gochar 2023: আর কয়েক দিন পরেই নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন শনিদেব! ভাগ্য খুলবে এই তিন রাশির

    মিথুন রাশি: শনির শতভিষা নক্ষত্রে গমন মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় বয়ে আনবে। এই সময় কোনও ভাল খবর পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। কাজের চাপ কম অনুভূত হতে পারে। কাজের ভাল ফল মিলবে। এমনকী কঠোর পরিশ্রমের ফলাফল প্রদান করবে শনির এই গোচর।

    MORE
    GALLERIES

  • 55

    Shani Gochar 2023: আর কয়েক দিন পরেই নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন শনিদেব! ভাগ্য খুলবে এই তিন রাশির

    তুলা রাশি: শতভিষা নক্ষত্রে শনির গোচর তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। নিজেদের কাজের ক্ষেত্রে মনের মতো ফল লাভ করতে পারবেন এঁরা। বলা ভাল, সব দিক থেকেই যেন মঙ্গল হবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES