শনির গোচর পৃথিবীর সমস্ত মানুষের উপর নানা রকম প্রভাব বিস্তার করে বলে মনে করে ভারতীয় জ্যোতিষশাস্ত্র। গত ১৭ জানুয়ারি শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে প্রবেশ করেছেন। আগামী ২০২৫ সাল পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন শনিদেব। আগামী আড়াই বছর কুম্ভ রাশিতে অবস্থানের জন্য কোন তিন রাশির উপর কেমন মঙ্গলময় প্রভাব পড়বে জেনে নেওয়া যাক ৷
বৃষ- এই রাশির জাতক-জাতিকাদের উপর শনির গোচর শুভ প্রভাব ফেলবে। এই রাশির দশম ঘরে শশ রাজযোগ তৈরি করছে শনির গোচর, যা আগামী ২০২৫ সাল পর্যন্ত বজায় থাকবে। তারই ফলে চাকরি বা ব্যবসায় ভাল ফল করা সম্ভব হবে। চাকরিজীবীরা ভাল কোনও সুযোগ পাবেন। ব্যবসায়ীদের লাভ ভাল হবে। যে কোন কাজেই সাফল্য আসবে। অর্থনৈতিক উন্নতিও হতে পারে। শনিদেবের কৃপায় সৌভাগ্য অক্ষুন্ন থাকবে।
মিথুন- কুম্ভে গোচর করার পর এই রাশির নবম ঘরে প্রবেশ করেছেন শনিদেব। তার ফলে মিথুন রাশির জাতক-জাতিকার জীবনেও শুভ পরিবর্তন আসছে। এই রাশিতেও শশ রাজযোগ তৈরি হচ্ছে। তার ফলে অবিবাহিতদের বিবাহ সম্ভাবনা, বিদেশে চাকরি, চাকরিরতদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন তাদের জীবনেও সাফল্য আসতে পারে। সেই সঙ্গে এই গোচরের প্রভাবে আধ্যাত্মিক কাজে মন বসতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
কুম্ভ- শনিদেবের নিজের রাশি কুম্ভ। তাই এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জীবনেও শুভ প্রভাব পড়তে চলেছে। অবিবাহিতদের বিবাহযোগ তৈরি হচ্ছে। বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্যজীবনে সুখ আসতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে উন্নত হবে। এই সময় বিবেচনা করে বিনিয়োগে করলে লাভ মিলতে পারে। শুধু তাই নয়, পৈতৃক সম্পত্তি থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)