শনিদেব ৬ মার্চ রাতে ১১:৩৬ এ কুম্ভ রাশিতে উদয় হবে। শনি অত্যন্ত প্রভাবশালী গ্রহ, এমনকি এ কথাও প্রচলিত রয়েছে যে শনি নিষ্ঠুর গ্রহ। এমতাবস্থায় তাদের জায়গায় পরিবর্তনের গভীর প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক-জাতিকার ওপর। কুম্ভ রাশিতে শনির উদয়ের কারণে কিছু রাশির জাতকদের খুবই সতর্ক থাকতে হবে। তাঁদেরকে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।