কোনও জায়গায় যাওয়া-আসার ফাঁকে রাস্তাঘাটে হাঁটা-চলার সময় বহু ক্ষেত্রেই টাকা-পয়সা পড়ে থাকতে দেখা যায়। কেউ কেউ সেই টাকা কুড়িয়ে নিজের পকেটে ঢুকিয়ে নেন। কেউ বা সেই টাকা কুড়িয়ে নিয়ে কোনও অভাবী ব্যক্তিকে দান করে দেন। অনেকেই আবার চলার পথে টাকা-পয়সা পড়ে থাকতে দেখেও তা কুড়িয়ে নেন না। কিন্তু সেটা নিয়ে তাঁরা আবার দোটানায় ভুগতে থাকেন। আসলে চলার পথে পড়ে থাকা নোট অথবা কয়েন দেখে মানুষ বুঝে উঠতে পারে না, ঠিক কী করা উচিত! কিন্তু অনেকেই আবার মানেন যে, রাস্তাঘাটে পড়ে থাকা টাকা-পয়সা অনেক কিছুর ইঙ্গিত দেয়। এর নানা শুভাশুভ দিকও থাকে। কিন্তু এই ধারণা কি আদৌ সঠিক। জেনে নেওয়া যাক কী বলছেন জ্যোতিষী! Representative Image
রাস্তায় পড়ে থাকা টাকা-পয়সা প্রসঙ্গে ইনদওরের জ্যোতিষী ও বাস্তু উপদেষ্টা পণ্ডিত কৃষ্ণকান্ত শর্মার বক্তব্য, রাস্তায় টাকা-পয়সা পড়ে থাকা কিন্তু এক ধরনের ইঙ্গিত। এই বিষয়টাকে শুভ বলেই মানা হয় এবং অনেক ক্ষেত্রে অর্থ ও সাফল্য লাভের যোগ রয়েছে বলেই গণ্য করা হয়। বিশ্বাস করা হয় যে, কোনও ব্যক্তি যদি রাস্তায় টাকা-পয়সা পড়ে থাকতে দেখেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির জীবনে নতুন কোনও কিছু শুরু হতে চলেছে। শুধু তা-ই নয়, সেই ব্যক্তির জীবনে সাফল্য আসতে চলেছে এবং তিনি কোনও রকম আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন Representative Image
আবার কেউ যখন কোনও দরকারি কাজে বাইরে বেরোন, তখন যদি পথেঘাটে টাকা-পয়সা পড়ে থাকতে দেখেন, তার অর্থ হচ্ছে, তিনি যে কাজে যাচ্ছেন, সেই কাজে সাফল্য লাভ করবেন। আবার অনেক সময় অফিস বা কোনও কাজ থেকে ফেরার পথে রাস্তায় টাকা-পয়সা পড়ে থাকতে দেখলে সেটাও শুভ হিসেবেই গণ্য করা হয়। এর অর্থ হল, আগামী সময়ে অর্থ আয় হতে চলেছে। যদি রাস্তাঘাটে চলার ফাঁকে কোনও ব্যক্তি এক ব্যাগ টাকা দেখতে পেলে বুঝতে হবে, সেই ব্যক্তি শীঘ্রই পৈতৃক সম্পত্তি লাভ করতে চলেছেন। Representative Image