জ্যোতিষ অনুযায়ী, শুক্র কোষ্ঠীতে লগ্ন ও চন্দ্রের থেকে প্রথম, চতুর্থ, সপ্তম ও দশম কক্ষে বৃষ, তুলা অথবা মীন রাশিতে উপস্থিত হলে এই রাজযোগ তৈরি হয়। এই রাজযোগ সৃষ্টি হলে জীবনে অভাব বলে আর কিছু থাকে না... টাকা-বাড়ি-গাড়ি কী চাই। ২০২৩-এ মালব্য যোগের ফলে ভাগ্য বদলে যাবে এই ৪ রাশির, শুধু এই ক'টা নিয়ম মানতে হবে