জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল একটি রাশিতে তিন পক্ষকাল অর্থাৎ ৪৫ দিন অবস্থান করেন। ১৩ মার্চ মিথুন রাশিতে প্রবেশ করেছিল গ্রহের সেনাপতি মঙ্গল। এবার মিথুন রাশি থেকে বেরিয়ে ১০ মে কর্কট রাশিতে গোচর করবে। মঙ্গলের এই গোচরকালে ৬ রাশির জাতক-জাতিকাদের জীবন বদলে যেতে চলেছে, জেনে নিন কারা সেই সৌাগ্যবানেরা--