কন্যা রাশি- আয় নিয়ে সামান্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কথাবার্তায় তীব্রতা বজায় থাকবে। পারিবারিক দিক থেকে খরচের সমস্যা হতে পারে। শিক্ষায় সামান্য অবরোধের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের নিয়েও জাতক-জাতিকারা সামান্য চিন্তিত থাকবেন। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)