হোম » ছবি » জ্যোতিষকাহন » কর্কটে গোচর, ধনবান হতে চলেছেন এই সব রাশির জাতক-জাতিকারা, সব হবে মঙ্গলময় !

কর্কটে গোচর, ধনবান হতে চলেছেন এই সব রাশির জাতক-জাতিকারা, সব হবে মঙ্গলময় !

  • 18

    কর্কটে গোচর, ধনবান হতে চলেছেন এই সব রাশির জাতক-জাতিকারা, সব হবে মঙ্গলময় !

    ভূমি, ভবন বা বাহন এবং সেনা ইত্যাদির কারক গ্রহ মঙ্গলের অবস্থান পরিবর্তনে রাশিচক্রে বেশ বড় ধরনের বদলের সম্ভাবনা রয়েছে। ৯ মে মঙ্গলবার ভোর ৪টে বেজে ৩০ মিনিটে মঙ্গল গ্রহ নিজের অবস্থান পরিবর্তন করেছেন। এই সময় মঙ্গল বুধের রাশি মিথুন থেকে বেরিয়ে চন্দ্রের রাশি কর্কটে প্রবেশ করেছেন।

    MORE
    GALLERIES

  • 28

    কর্কটে গোচর, ধনবান হতে চলেছেন এই সব রাশির জাতক-জাতিকারা, সব হবে মঙ্গলময় !

    কর্কট রাশিকে মঙ্গল এবং চন্দ্রের নিজ রাশি বলে মনে করা হয়। ফলে ভারতের পরাক্রম বৃদ্ধি পাবে। দেশের ব্যবসায় লাভ হবে। আর্থিক দিক থেকেও দেশে উন্নতি হবে। তবে সেনাবলের ওপর অতিরিক্ত কর্মের চাপ বাড়তে পারে। এবার আমরা জেনে নেব কোন কোন রাশির জাতক-জাতিকারা এই পরিস্থিতিতে প্রভাবিত হতে পারেন।

    MORE
    GALLERIES

  • 38

    কর্কটে গোচর, ধনবান হতে চলেছেন এই সব রাশির জাতক-জাতিকারা, সব হবে মঙ্গলময় !

    মেষ রাশি- জাতক-জাতিকাদের মনোবলে খারাপ প্রভাব পড়তে পারে। মেজাজ গরম থাকবে। তবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে, কার্যক্ষেত্রে কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। জমি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফললাভ হবে।

    MORE
    GALLERIES

  • 48

    কর্কটে গোচর, ধনবান হতে চলেছেন এই সব রাশির জাতক-জাতিকারা, সব হবে মঙ্গলময় !

    বৃষ রাশি- পারিবারিক ক্ষেত্রে এই সময় খরচ বাড়তে চলেছে। সন্তানদের তরফ থেকে শুভ সমাচার মিলতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে জীবনসঙ্গীর সম্পূর্ণ সহযোগিতা মিলবে।

    MORE
    GALLERIES

  • 58

    কর্কটে গোচর, ধনবান হতে চলেছেন এই সব রাশির জাতক-জাতিকারা, সব হবে মঙ্গলময় !

    মিথুন রাশি- জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে স্বচ্ছল বোধ করবেন। কথাবার্তায় তীব্রতা বাড়বে। শিক্ষার্থীরা সামান্য সমস্যার মুখোমুখি হলেও তাঁরা সফল হবেন। যে কোনও কাজে ভাগ্য সফল হবে।

    MORE
    GALLERIES

  • 68

    কর্কটে গোচর, ধনবান হতে চলেছেন এই সব রাশির জাতক-জাতিকারা, সব হবে মঙ্গলময় !

    কর্কট রাশি- কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। তবে সেই সঙ্গে জাতক-জাতিকাদের ব্যবহারে ক্রোধও বৃদ্ধি পাবে। গৃহে কোনও নতুন বাহনের আগমন হতে পারে। জমি সংক্রান্ত বিষয়ে সফলতা মিলবে। জাতক-জাতিকারা পেটের সমস্যা থেকে সাবধান! সম্পর্কের ক্ষেত্রে জাতক-জাতিকাদের সামান্য অবরোধের সম্মুখীন হতে হবে।

    MORE
    GALLERIES

  • 78

    কর্কটে গোচর, ধনবান হতে চলেছেন এই সব রাশির জাতক-জাতিকারা, সব হবে মঙ্গলময় !

    সিংহ রাশি- সামাজিক পদ বা প্রতিষ্ঠা উভয়ই বৃদ্ধি পাবে। পরিবারে ভাই-বোন সকলের সান্নিধ্যে উন্নতি লাভ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসবে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি মিলবে।

    MORE
    GALLERIES

  • 88

    কর্কটে গোচর, ধনবান হতে চলেছেন এই সব রাশির জাতক-জাতিকারা, সব হবে মঙ্গলময় !

    কন্যা রাশি- আয় নিয়ে সামান্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কথাবার্তায় তীব্রতা বজায় থাকবে। পারিবারিক দিক থেকে খরচের সমস্যা হতে পারে। শিক্ষায় সামান্য অবরোধের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের নিয়েও জাতক-জাতিকারা সামান্য চিন্তিত থাকবেন। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES