কলকাতা: বিভিন্ন শাস্ত্র অনুযায়ি বিভিন্ন পশুপাখির গুরুত্ব থাকে৷ বিশেষত বিড়াল নিয়ে মানুষের মধ্যে নানাধরণের অশুভ ও শুভ গুরুত্বও থাকে৷ তবে এটি একটি অশুভ লক্ষণ। সাধারণত বিড়ালের রাস্তা পার হওয়াকে মারাত্মক খারাপ ধরা হয়। এই অন্ধবিশ্বাসের কারণে, অনেকেই থেমে যান এবং বিড়ালটি যখন সেই রাস্তা কাটে তখন অশুভ শেষ বলে মনে করা হয়। Photo- Representative