আজই নয় বহুদিন আগে থেকে কাউকে উপহার দেওয়ার জন্য সোনা বা সোনার অলঙ্কার অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হত বা মানুষেরা একে অপরকে দিতেন ৷ বা এই প্রথা আজও প্রচলিত আছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
যতই দিন এগিয়েছে ততই সোনার উপহার দেওয়ার বিষয়টি বা তার প্রবণতা বেড়েছে ৷ অনেক সময়েই মাথায় কিছু আসেনা কী গিফ্ট দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
তবে সোনা উফহার হিসাবে দিতে গেলে অনেক সমস্যাই দেখা দেয় ৷ সোনার উপহার দেওয়ার বিষয়ে অনেক সময়েই বলা হয় ধনদান করে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
সোনা উপহার দেওয়া হবে এই বিষয়ে বারেবারে বলা হয় যদি কেউ ধনধান করতে হয় ৷ এর ফল একবারেই পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
কিন্তু সোনা, ভূমি, কন্যাদান করলে সাত জন্ম পর্যন্ত বিশেষ পুণ্য লাভ করেন এমনই প্রচলিত আছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
সাত জন্ম পর্যন্ত সুফল পান তিনি ৷ কাউকে কিছু দান করলে সোনার জিনিসপত্র বা অলঙ্কার দান করা উচিৎ ৷ এরফল ভাল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
তবে জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয় যদি সোনা দান করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে দান করার আগে ভাল করে সোনা দান করার আগে গ্রহের উপস্থিতি দেখে নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
জ্যোতিষ শাস্ত্রমতে কোনও ব্যক্তির কুষ্ঠিতে যদি বৃহস্পতির অবস্থান সঠিক জায়গায় না থাকে বা ভাল ফল প্রদান না করা হয় সেক্ষত্রে ধার্মিক বই, সোনার উপহার, হলুদ বস্ত্র, কেসর ইত্যাদি দান করতে হবে ৷ যা বিশেষ করে লাভের মুখ দেখাবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
আবার একটি কথাও প্রচলিত আছে যাঁদের কুষ্ঠিতে বৃহস্পতির যোগ ভাল বা বৃহস্পতি ভাল অবস্থায় আছে তাঁদের সোনার জিনিসপত্র বা গয়না দান করার কোনও প্রয়োজন নেই ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
কুষ্ঠিতে বৃহস্পতির অবস্থান দেখে তবেই সোনার গয়না পরা উচিৎ ৷ অন্যথায় ক্ষতির সম্মুখীন হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
Disclaimer:নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধ করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যয়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷