একদন্ত সঙ্কষ্টী অনুষ্ঠান অন্যতম গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে যে ১৩ টি সঙ্কটহর গণেশ চতুর্থী করা হয়, তার মধ্যে এটি অন্যতম। বৈশাখ মাসে এই পার্বণ পালিত হয়। এ বছর এটি পড়েছে ৮ মে, সোমবার।
2/ 8
দৃক পঞ্চাঙ্গ পঞ্জিকা অনুযায়ী সোমবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে শুরু হবে চতুর্থী তিথি। থাকবে মঙ্গলবার, ৯ মে বিকেল ৪ টে ৮ মিনিট পর্যন্ত।
3/ 8
প্রতি চান্দ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় একদন্ত সঙ্কোষ্টী চতুর্থী ব্রত। ভক্তদের বিশ্বাস, এই ব্রত পালনে চলার পথে সব বিঘ্ন দূর হয়।
4/ 8
এই তিথিতে ভক্তরা ভোরে উঠে স্নান সেরে নেন। তার পর হলুদ বস্ত্রখণ্ডে বসানো হয় গণেশমূর্তি।
5/ 8
একদন্ত বা গণেশমূর্তির সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিবেদন করা হয় সাত্তিক ভোগ।
6/ 8
তার পর আরতি করা হয় গণেশ বিগ্রহের সামনে। এই পুণ্যতিথিতে চন্দ্রদর্শন করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।
7/ 8
একদন্তের পুজো এবং চন্দ্রোদয়ের পর চন্দ্রদেবকে জল নিবেদন করে উপবাস ভঙ্গ করেন পুণ্যার্থীরা।
8/ 8
প্রচলিত বিশ্বাস এই তিথি পালন করলে জীবনে জ্ঞান, বুদ্ধি ও সমৃদ্ধি বর্ষিত হয়। নিঃসন্তানের সন্তানলাভ হয়।
একদন্ত সঙ্কষ্টী অনুষ্ঠান অন্যতম গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে যে ১৩ টি সঙ্কটহর গণেশ চতুর্থী করা হয়, তার মধ্যে এটি অন্যতম। বৈশাখ মাসে এই পার্বণ পালিত হয়। এ বছর এটি পড়েছে ৮ মে, সোমবার।