চৈত্র নবরাত্রি শুরু হয়েছে ২২ মার্চ থেকে। জ্যোতিষ গণনা অনুযায়ী, চলতি বছর চৈত্র নবরাত্রির অষ্টমী তিথিতে গ্রহগুলির মহা মিলন ঘটছে। এমন শুভ সংযোগ ৭০০ বছর পর ঘটতে চলেছে।
বৃহস্পতি গ্রহ বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। ২৮ মার্চ এই রাশিতেই অস্ত যাবে বৃহস্পতি। এর পর বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, সূর্য মীন রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে বিরাজমান। এছাড়া শুক্র ও রাহু মেষ রাশিতে অবস্থান করছে।