ইংরাজিতে যাকে টরাস বলা হয়, বাংলায় যা বৃষ, সেই রাশির মানুষেরা অর্থের দিকে বেশি ঝোঁকেন৷ এরা আয়ের থেকে ব্যায় বেশি করেন৷ ও একজন সঙ্গীকে বস্তু প্রদানকারী হিসাবে দেখেন৷ তাঁদের কাছে বাস্তবিক অর্থে প্রেমের মানে কিছুটা অর্থনৈতিক উপার্জন কেন্দ্রীক৷ উদাহরণ হিসাবে উল্লেখ করা যায় একবার মেলানিয়া ট্রাম, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ট্রাম্প ধনী না হলেও আপনি কি ওঁর সঙ্গে থাকতেন? তিনি জবাব দিয়েছিলেন, ‘‘আপনার কী মনে হয়, আমি সুন্দরী না হলে ট্রাম্প আমার সঙ্গে থাকতেন?’’
ইংরাজিতে যাকে বলে লিব্রা, বাংলায় তাই হল তুলা রাশি৷ এঁরা সাধারণত খুব অলস প্রকৃতির হয়৷ এরা রসেবশে কাজ না করে থাকতে ভাল বাসেন৷ এরা সাধারণত কোনও সম্পর্কের ‘ট্রফি’ হয়ে থাকতে ভাল বাসেন, সেই কারণেই এদের অর্থের প্রতি ঝোঁক বেশি হয়৷ লিব্রার মানুষেরা সম্পর্ককে একটি লেনদেন ও বিবাহকে একটি ব্যবসা হিসাবে দেখেন৷