গত ৩১ মার্চ ২০২৩ তারিখে মেষ রাশিতে গমন করেছেন বুধ। এর আগে বুধ অবস্থান করছিলেন মীন রাশিতে। বুধ গ্রহকে রাজকুমার হিসেবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে। বুধ হলেন একই সঙ্গে বুদ্ধি, ধন-সম্পদ ও ব্যবসার অধিপতি। কারও জন্মকুণ্ডলীতে বুধ অনুকূল অবস্থানে থাকলে জাতক বা জাতিকা জীবনের প্রায় সব ক্ষেত্রেই সাফল্য লাভ করতে পারেন। জাতক-জাতিকার যুক্তিবাদ ও বুদ্ধিমত্তা প্রখর হয়ে থাকে। কিন্তু বুধ যদি ক্ষতিকর কোনও গ্রহের সংস্পর্শে আসেন, তাহলে তা নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে জাতক-জাতিকার জীবনে।
সিংহ: আর্থিক অবস্থার উন্নতি হবে। সমস্ত কাজে ভাগ্যের সমর্থন পাওয়া যাবে। জাতক-জাতিকার ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। সমাজসেবায় যুক্ত হওয়া যেতে পারে। নিজের কথায় সকলকে মুগ্ধ করা যাবে। উচ্চশিক্ষার্থে বিদেশ গমন সম্ভব। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)