গ্রহের গোচর শুভ ফল আনবে না অশুভ- তা নির্ভর করে বেশ কিছু লক্ষণের উপরে। ৩১ মার্চ, ২০২৩ তারিখে যেমন বুধ তাঁর বৈরী গ্রহ মঙ্গলের রাশি মেষে গোচর করতে চলেছেন। মেষে এসে বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবেন বলে কিছু রাশি অবশ্যই উপকৃত হবে। অন্য দিকে তেমনই বেশ কিছু রাশির জীবন টালমাটাল হতে পারে। তারা কারা আর কী অনিষ্টের সম্ভাবনা রয়েছে, দেখে নেওয়া যাক এক এক করে।
মেষ- বুধ এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে বিপদে ফেলতে চলেছেন। এই সময়ে নানা দিক থেকে খরচ কেবলই বৃদ্ধি পাবে, তাই যতটা সম্ভব বিলাসিতার দ্রব্য কেনাকাটায় রাশ টানা উচিত। শুধু তা-ই নয়, এই সময়ে বিনিয়োগ থেকেও বিরত থাকতে হবে, লক্ষ্য হওয়া উচিত কেবল সঞ্চয়। কর্মজীবনেও কোনও অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে অর্থাগম ব্যাহত হতে পারে।
কুম্ভ- সতর্ক না থাকলে এই রাশির জাতক-জাতিকাদেরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। শত্রুদের প্রতাপ এই সময়ে বৃদ্ধি পাবে। মায়ের সঙ্গে মতান্তরের পরিস্থিতি তৈরি হবে। পারিবারিক অশান্তি দেখা দেবে। নিজের স্বাস্থ্য নিয়েও জাতক-জাতিকাদের সমস্যার মুখে পড়তে হতে পারে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)