হোম » ছবি » জ্যোতিষকাহন » বৈরী রাশিতে গোচর বুধের, এই কয়েক রাশির জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্যের ছায়া!

Budh Gochar 2023: বৈরী রাশিতে গোচর বুধের, এই কয়েক রাশির জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্যের ছায়া!

  • 16

    Budh Gochar 2023: বৈরী রাশিতে গোচর বুধের, এই কয়েক রাশির জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্যের ছায়া!

    গ্রহের গোচর শুভ ফল আনবে না অশুভ- তা নির্ভর করে বেশ কিছু লক্ষণের উপরে। ৩১ মার্চ, ২০২৩ তারিখে যেমন বুধ তাঁর বৈরী গ্রহ মঙ্গলের রাশি মেষে গোচর করতে চলেছেন। মেষে এসে বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবেন বলে কিছু রাশি অবশ্যই উপকৃত হবে। অন্য দিকে তেমনই বেশ কিছু রাশির জীবন টালমাটাল হতে পারে। তারা কারা আর কী অনিষ্টের সম্ভাবনা রয়েছে, দেখে নেওয়া যাক এক এক করে।

    MORE
    GALLERIES

  • 26

    Budh Gochar 2023: বৈরী রাশিতে গোচর বুধের, এই কয়েক রাশির জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্যের ছায়া!

    মেষ- বুধ এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে বিপদে ফেলতে চলেছেন। এই সময়ে নানা দিক থেকে খরচ কেবলই বৃদ্ধি পাবে, তাই যতটা সম্ভব বিলাসিতার দ্রব্য কেনাকাটায় রাশ টানা উচিত। শুধু তা-ই নয়, এই সময়ে বিনিয়োগ থেকেও বিরত থাকতে হবে, লক্ষ্য হওয়া উচিত কেবল সঞ্চয়। কর্মজীবনেও কোনও অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে অর্থাগম ব্যাহত হতে পারে।

    MORE
    GALLERIES

  • 36

    Budh Gochar 2023: বৈরী রাশিতে গোচর বুধের, এই কয়েক রাশির জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্যের ছায়া!

    বৃষ-বুধের গোচরে এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন বিশেষ করে হোঁচট খেতে চলেছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, এই সূত্রে অর্থহানির সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে, আর্থিক বিষয়ে কোনও গোপন কথা কারও সঙ্গে ভাগ করে না নাওয়াই উচিত হবে।

    MORE
    GALLERIES

  • 46

    Budh Gochar 2023: বৈরী রাশিতে গোচর বুধের, এই কয়েক রাশির জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্যের ছায়া!

    কন্যা- এই রাশির জাতক-জাতিকারা পারিবারিক বিবাদের মুখে পড়তে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকবে। বিনিয়োগ স্থগিত রেখে আপাতত সঞ্চয়ে মন দেওয়া দরকার। সংযত হয়ে কথা না বললে কর্মক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা একাকিত্ব ও হতাশা বৃদ্ধি করবে।

    MORE
    GALLERIES

  • 56

    Budh Gochar 2023: বৈরী রাশিতে গোচর বুধের, এই কয়েক রাশির জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্যের ছায়া!

    বৃশ্চিক- কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে সতর্ক থাকতে হবে। যাঁরা পেশা পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের আরও কিছুদিন অপেক্ষা করে সব দিক খতিয়ে দেখা উচিত। কর্মক্ষেত্রে অশান্তির কারণে বিলাসবহুল কেনাকাটা আপাতত স্থগিত রাখাই উচিত হবে।

    MORE
    GALLERIES

  • 66

    Budh Gochar 2023: বৈরী রাশিতে গোচর বুধের, এই কয়েক রাশির জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্যের ছায়া!

    কুম্ভ- সতর্ক না থাকলে এই রাশির জাতক-জাতিকাদেরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। শত্রুদের প্রতাপ এই সময়ে বৃদ্ধি পাবে। মায়ের সঙ্গে মতান্তরের পরিস্থিতি তৈরি হবে। পারিবারিক অশান্তি দেখা দেবে। নিজের স্বাস্থ্য নিয়েও জাতক-জাতিকাদের সমস্যার মুখে পড়তে হতে পারে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES