হোম » ছবি » জ্যোতিষকাহন » বুধের গোচর! ৭ জুন পর্যন্ত সমস্যায় জেরবার হবে এই কয়েক রাশি

Budh Gochar 2023: বুধের গোচর! ৭ জুন পর্যন্ত সমস্যায় জেরবার হবে এই কয়েক রাশি

  • 15

    Budh Gochar 2023: বুধের গোচর! ৭ জুন পর্যন্ত সমস্যায় জেরবার হবে এই কয়েক রাশি

    ভারতীয় জ্যোতিষশাস্ত্র নয়টি গ্রহকে নানা দিক থেকে বিবেচনা করে থাকে। তার মধ্যে বুধকে রাজকুমার হিসেবে বিবেচনা করা হয়। বুধের প্রভাবে ব্যবসা বৃদ্ধি হয় বলে বিশ্বাস। সেই সঙ্গে বাক-বিতর্কের উপরও বুধের প্রভাব থাকে বলে মনে করা হয়। একই সঙ্গে বুধ হলেন মিথুন ও কন্যা রাশির অধিপতি। সেই বুধেরই গোচর চলছে।

    MORE
    GALLERIES

  • 25

    Budh Gochar 2023: বুধের গোচর! ৭ জুন পর্যন্ত সমস্যায় জেরবার হবে এই কয়েক রাশি

    গত ৩১ মার্চ ২০২৩ তারিখে ভারতীয় সময় দুপুর ২.৪৪ মিনিটে বুধ মেষ রাশিতে প্রবেশ করেছেন। এই রাশিতেই পরবর্তী ৬৯ দিন তাঁর বিরাজ করার কথা। এরপর আগামী ৭ জুন ২০২৩ তারিখে বুধ গমন করবেন বৃষ রাশিতে। মেষ রাশির অধিপতি মঙ্গল। এই রাশির স্বভাব খানিকটা উগ্র। ফলে আগামী বেশ কয়েকদিন বুধ এই রাশিতে অবস্থান করায় কোনও কোনও রাশির জাতক-জাতিকার জীবনে সমস্যা বাড়তে পারে। দেখে নেওয়া যাক এক নজরে ৷

    MORE
    GALLERIES

  • 35

    Budh Gochar 2023: বুধের গোচর! ৭ জুন পর্যন্ত সমস্যায় জেরবার হবে এই কয়েক রাশি

    বৃষ: বৃষ রাশির দ্বাদশ ঘরে বুধের গোচর হয়েছে। তার ফলে জাতক-জাতিকার জীবনে অপ্রত্যাশিত খরচ হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। কর্মক্ষেত্রেও নানা অসুবিধা দেখা দিতে পারে। তাই অকারণ খরচ থেকে নিজেকে বিরত রাখতে হবে।

    MORE
    GALLERIES

  • 45

    Budh Gochar 2023: বুধের গোচর! ৭ জুন পর্যন্ত সমস্যায় জেরবার হবে এই কয়েক রাশি

    কন্যা: এই রাশির জাতক জাতিকার জন্যও বুধের গোচর শুভ ফল দেবে না। গোচরের ফলে কন্যা রাশির অষ্টম ঘরে প্রবেশ করেছেন বুধ। এটি দীর্ঘায়ু এবং আকস্মিক ঘটনার স্থান হিসেবে বিবেচিত হয়। এসময় নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারেন জাতক-জাতিকা। কর্মক্ষেত্রে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। রোগ-ভোগও হতে পারে। মেজাজ সংযত রাখতে হবে, কথা বলার সময়ও সতর্ক থাকতে হবে। অর্থের দিকেও নজর রাখতে হবে।

    MORE
    GALLERIES

  • 55

    Budh Gochar 2023: বুধের গোচর! ৭ জুন পর্যন্ত সমস্যায় জেরবার হবে এই কয়েক রাশি

    বৃশ্চিক: বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে বুধের গোচর ঘটেছে। ফলে এই সময় জাতক-জাতিকার স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। শত্রু ষড়যন্ত্র করতে পারে। কাউকে বিশ্বাস করা যাবে না। ঋণ দেওয়া বা নেওয়া এড়িয়ে চলতে হবে। যে কোনও আর্থিক সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখাই ভাল। খরচ বাড়তে পারে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES