গত ৩১ মার্চ ২০২৩ তারিখে ভারতীয় সময় দুপুর ২.৪৪ মিনিটে বুধ মেষ রাশিতে প্রবেশ করেছেন। এই রাশিতেই পরবর্তী ৬৯ দিন তাঁর বিরাজ করার কথা। এরপর আগামী ৭ জুন ২০২৩ তারিখে বুধ গমন করবেন বৃষ রাশিতে। মেষ রাশির অধিপতি মঙ্গল। এই রাশির স্বভাব খানিকটা উগ্র। ফলে আগামী বেশ কয়েকদিন বুধ এই রাশিতে অবস্থান করায় কোনও কোনও রাশির জাতক-জাতিকার জীবনে সমস্যা বাড়তে পারে। দেখে নেওয়া যাক এক নজরে ৷
কন্যা: এই রাশির জাতক জাতিকার জন্যও বুধের গোচর শুভ ফল দেবে না। গোচরের ফলে কন্যা রাশির অষ্টম ঘরে প্রবেশ করেছেন বুধ। এটি দীর্ঘায়ু এবং আকস্মিক ঘটনার স্থান হিসেবে বিবেচিত হয়। এসময় নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারেন জাতক-জাতিকা। কর্মক্ষেত্রে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। রোগ-ভোগও হতে পারে। মেজাজ সংযত রাখতে হবে, কথা বলার সময়ও সতর্ক থাকতে হবে। অর্থের দিকেও নজর রাখতে হবে।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে বুধের গোচর ঘটেছে। ফলে এই সময় জাতক-জাতিকার স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। শত্রু ষড়যন্ত্র করতে পারে। কাউকে বিশ্বাস করা যাবে না। ঋণ দেওয়া বা নেওয়া এড়িয়ে চলতে হবে। যে কোনও আর্থিক সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখাই ভাল। খরচ বাড়তে পারে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)