২৭ ফেব্রুয়ারি কুম্ভে প্রবেশ করবে বুধ। এই রাশিতে সূর্য ও শনির সঙ্গে বুধের যুতি হবে। সূর্যের সঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ গঠন করবে বুধ। ১৬ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করবে বুধ, তার পরে মীন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র মতে, বুধ কুম্ভ রাশিতে গমনের ফলে ৪ রাশির জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার! আর্থিক দিক থেকে জীবন ছাড়খাড় হয়ে যাবে। পাশাপাশি, স্বাস্থ্য, পারিবারিক জীবন, চাকরি ও ব্যবসায়-ও সমস্যা দেখা দেবে। জেনে নিন কোন ৪ রাশির খারাপ সময় আসতে চলেছে--
কন্যা রাশি-- টাকা জলের মতো খরচ হবে। আয়ের উৎস বন্ধ হয়ে যেতে পারে। কঠোর পরিশ্রমের পরও ফল পাবেন না। অফিসে আপনার বিরুদ্ধে নানা পলিটিক্স করা হবে। ব্যবসায় লোকসান হবে। পরিবারে ঝগড়া-বিবাদের পরিস্থিতি তৈরি হবে। সম্পত্তি নিয়ে বিতর্ক হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না। বেড়াতে যাওয়ার পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে যাবে।