গত মাসেই শনিদেবের রাশি কুম্ভ রাশিতে গোচর করেছেন বাক এবং বুদ্ধিমত্তার গ্রহ বুধ। গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বিকাল ৪টে ৩৩ মিনিট নাগাদ হয়েছে বুধের গোচর। বর্তমানে কুম্ভ রাশিতেই অবস্থান করছেন তিনি। আর আগামী ১৬ পর্যন্ত এই রাশিতেই থাকবেন বুধ। এই গোচরের ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বুধের কৃপাপ্রাপ্ত জাতক-জাতিকারা বুদ্ধিমত্তার অধিকারী এবং অনুসন্ধানী প্রকৃতির হয়ে থাকেন। এমনকী, এঁরা নিজেদের বাচনভঙ্গির মাধ্যমে অন্যদের মুগ্ধও করতে পারেন। এই জাতক-জাতিকাদের কুণ্ডলীতে বুধের শক্তিশালী অবস্থান ব্যবসা এবং ব্যবসা সংক্রান্ত কাজের জন্য লাভদায়ক হয়।
বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের গোচর অত্যন্ত শুভ হবে। কর্মক্ষেত্রে ব্যাপক প্রশংসা মিলবে এবং আত্মবিশ্বাসও বেড়ে যাবে। সকলের সহযোগিতা মিলবে। ব্যবসার জন্যও এই সময়টা দারুণ। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন এই রাশির জাতক-জাতিকারা। শুধু তা-ই নয়, প্রচুর অর্থ উপার্জন হবে। এমনকী, পারিবারিক জীবনেও উপচে পড়বে সুখ-সমৃদ্ধি। আর ছোটখাটো ভ্রমণের পরিকল্পনাও হতে পারে।
মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। ভাল আয়ের পথ খুলে যাবে। সম্মান বাড়বে এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। স্টক মার্কেটে বিনিয়োগ করতে চাইলে এই সময়টা কিন্তু সেরা প্রমাণিত হতে পারে। ব্যবসার প্রসার ঘটবে। জনসংযোগের ক্ষমতাও বাড়বে। মানসিক শান্তি এবং সুখ আসবে। বন্ধুদের থেকে সহযোগিতা মিলবে।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের গোচর মিশ্র ফলাফল নিয়ে আসবে। চাকরিজীবীরা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবার সরকারি চাকুরেদের বদলির নির্দেশ আসতে পারে। তবে এই গোচর কিন্তু সোনা কেনা কিংবা রিয়েল এস্টেটে বিনিয়োগের ক্ষেত্রে শুভ বলে প্রতিপন্ন হবে। বাড়ির আবহ আনন্দপূর্ণ থাকবে। পরিবারের সকলের থেকে সহযোগিতা আসবে। পৈতৃক সম্পদ হাতে আসার যোগ রয়েছে। যাঁরা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য সময়টা আদর্শ। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)