ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে দেখা হয়। কোনও রাশিতে বুধের অবস্থান অনুকূল ও শক্তিশালী হলে তার শুভ প্রভাব পড়ে জাতক-জাতিকার জীবনে। এর ফলে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন জাতক-জাতিকা। আবার তাঁদের বুদ্ধিমত্তাও হয় ক্ষুরধার। জীবনের যে কোনও কাজে এঁরা সাফল্য অর্জন করেন সহজে।
মিথুন- এই রাশির একাদশ ঘরের অস্ত যাচ্ছেন বুধ। তার ফলে এই রাশির জাতক-জাতিকার জীবনেও শুভ পরিবর্তন আসতে চলেছে। যে কোনও কাজে সাফল্য আসবে। কর্ম-ব্যবসায় উন্নতি হতে পারে। কোন শুভ কাজ করা যেতে পারে। নতুন চাকরির সুযোগ পাওয়া যেতে পারে। নতুন পরিকল্পনা করার জন্য আদর্শ সময়। এই সময় করা পরিকল্পনা ভবিষ্যতে ভাল ফল দেবে।
কন্যা- এই রাশি অষ্টম ঘরে রয়েছেন বুধ। তার ফলে এই রাশির জাতক-জাতিকাদের জীবনেও সুখ স্বাচ্ছন্দ্য আসতে চলেছে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। যে কোনও ক্ষেত্রে পরিশ্রমের ভাল ফল মিলবে। শেয়ার বাজার বা ফাটকায় লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সবদিক বিবেচনা করে পদক্ষেপ করতে হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)