হোম » ছবি » জ্যোতিষকাহন » খুলতে চলেছে ভাগ্য! দীর্ঘ ৫০ বছর বাদে এই সব রাশির কুণ্ডলীতে কী তৈরি হতে চলেছে?

Budh Asta 2023: খুলতে চলেছে ভাগ্য! দীর্ঘ ৫০ বছর বাদে এই সব রাশির গোচর কুণ্ডলীতে তৈরি হতে চলেছে নীচভঙ্গ রাজযোগ

  • 15

    Budh Asta 2023: খুলতে চলেছে ভাগ্য! দীর্ঘ ৫০ বছর বাদে এই সব রাশির গোচর কুণ্ডলীতে তৈরি হতে চলেছে নীচভঙ্গ রাজযোগ

    বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, বুধ গ্রহকে সমস্ত গ্রহের রাজকুমার বলে গণ্য করা হয়। শুধু তা-ই নয়, এর পাশাপাশি বুধ গ্রহকে সম্পদ, ব্যবসা, বুদ্ধিমত্তা এবং যুক্তির কারক বলেও মনে করা হয়। এই সময়ে বুধ অস্ত গিয়েছে এবং নিচু অবস্থায় অস্তমিত হয়ে গোচর করছেন। এই কারণেই বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের গোচর কুণ্ডলীতে অত্যন্ত দুর্লভ নীচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে।

    MORE
    GALLERIES

  • 25

    Budh Asta 2023: খুলতে চলেছে ভাগ্য! দীর্ঘ ৫০ বছর বাদে এই সব রাশির গোচর কুণ্ডলীতে তৈরি হতে চলেছে নীচভঙ্গ রাজযোগ

    প্রায় ৫০ বছর পরে ওই সব রাশিতে এই ধরনের দুর্লভ নীচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। ফলে ওই রাশিগুলির জাতক-জাতিকার জন্য এটা অত্যন্ত শুভ বলে বিশ্বাস করা হচ্ছে। নীচভঙ্গ রাজযোগ ওই সব রাশির জাতক-জাতিকার জীবনে বিপুল সম্পদ এবং উন্নতি এনে দেবে। জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জীবনে এই নীচভঙ্গ রাজযোগ শুভ সময় বয়ে আনতে চলেছে।

    MORE
    GALLERIES

  • 35

    Budh Asta 2023: খুলতে চলেছে ভাগ্য! দীর্ঘ ৫০ বছর বাদে এই সব রাশির গোচর কুণ্ডলীতে তৈরি হতে চলেছে নীচভঙ্গ রাজযোগ

    মিথুন রাশি: এই দুর্লভ নীচভঙ্গ রাজযোগ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অনেকটাই উপযোগী বলে প্রমাণিত হবে। বিশেষ করে এর ফলে ব্যাপক মুনাফার মুখ দেখতে চলেছেন ব্যবসায়ীরা। এমনকী, বড়সড় কোনও চুক্তিও হতে পারে। অন্য দিকে আবার চাকরিজীবীদের পদোন্নতির যোগও প্রবল।

    MORE
    GALLERIES

  • 45

    Budh Asta 2023: খুলতে চলেছে ভাগ্য! দীর্ঘ ৫০ বছর বাদে এই সব রাশির গোচর কুণ্ডলীতে তৈরি হতে চলেছে নীচভঙ্গ রাজযোগ

    কন্যা রাশি: বুধ নীচভঙ্গ রাজযোগ গঠন করার ফলে কন্যা রাশির জাতক-জাতিকারা কাজের ক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন। চাকরি হোক কিংবা ব্যবসা - উভয় ক্ষেত্রেই লাভের জন্য একেবারে আদর্শ সময় এটাই। এই রাশির জাতক-জাতিকাদের সম্পত্তি কেনার যোগ রয়েছে। যে কোনও কাজেই ভাগ্য সহায় থাকবে। ফলে এই রাশির জাতক-জাতিকারা সাফল্য লাভ করতে পারবেন। এমনকী নীচভঙ্গ রাজযোগ চলাকালীনই জীবনসঙ্গীর সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    MORE
    GALLERIES

  • 55

    Budh Asta 2023: খুলতে চলেছে ভাগ্য! দীর্ঘ ৫০ বছর বাদে এই সব রাশির গোচর কুণ্ডলীতে তৈরি হতে চলেছে নীচভঙ্গ রাজযোগ

    ধনু রাশি: বুধ অস্তের জেরে যে নীচভঙ্গ রাজযোগ তৈরি করতে চলেছেন, তার জেরে ধনু রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন এবং বৈবাহিক জীবনে দুর্দান্ত সাফল্য আসবে। আসলে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রেও দারুণ উন্নতি লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। এমনকী এঁদের আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল। সেই সঙ্গে বৃদ্ধি পেতে চলেছে আয়। দাম্পত্য জীবনে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES