মার্চ মাসে ৪টি বড় গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে। এই মাসে মঙ্গল মিথুন রাশিতে এবং শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। ১৫ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। ১৬ মার্চ বুধ মীন রাশিতে প্রবেশ করে বুধাদিত্য যোগ গঠন করবে। ৩১ মার্চ বুধ মীন থেকে মেষ রাশিতে গমন করবে। মার্চে এই ৪ গ্রহের রাশি পরিবর্তনে ৫ রাশির জীবন বদলাতে চলেছে! হাতে আসবে প্রচুর টাকা! রয়েছে গাড়ি-বাড়ি কেনার যোগ! জেনে নিন কারা সেই সৌভাগ্যবানেরা--
কর্কট রাশি-- আয় বাড়বে, রয়েছে অর্থ-প্রাপ্তি যোগ। এতদিনের সমস্ত ধার-দেনা মিটবে। উলটে অনেক টাকা জমাতে পারবেন। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। এই মাসটি কর্মরত মহিলাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে, সম্মান বৃদ্ধি পাবে। যাঁদের বিয়ের দেখাশোনা চলছে, তাঁদের এই সময়ে পাকাকথা হতে পারে।