লাগাতার ২ বছর ধরে তীব্র টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মানবজাতি! টানা লকডাউনে কাজকর্ম বন্ধ, অর্থনৈতিক অবস্থা দুর্বিসহ! টাকা-পয়সার অভাবে মানুষ জেরবার! কিছুতেই আর রোজগার বাড়াতে পারছেন না? যদিও বা রোজগার করছেন টাকা জমছে না? নুন আনতে পান্তা ফোরানো দশা? চিন্তা করবেন না! জ্যোতিষশাস্ত্র বলছে, দারিদ্র এবং খারাপ সময় কাটিয়ে উঠতে একটা ফল-ই যথেষ্ট! এই একটা ফলেই রয়েছে টাকার অভাব মেটানোর অলৌকিক ক্ষমতা! কোন ফল? কীভাবেই বা তা বাড়িতে রাখবেন?