সকাল ৮টা থেকে ১০টার মধ্যে যাদের জন্ম তারা খুবই দার্শনিক গোছের হয়। জীবনে এরা শান্তি চায়। কোনও রকমের অশান্তি, ঝামেলা পছন্দ করে না। কিন্তু ভিতর থেকে খুবই দৃঢ়প্রতিজ্ঞ হয় এরা। তবে পাশের মানুষের প্রতি এরা খুবই সহনশীল হয়। বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়। সহজে মানুষের সঙ্গে মিশতে পারে।