#কলকাতা: গ্রহ -নক্ষত্রের যোগ একটা বড় জিনিস৷ চোখের আড়ালে থেকে বিভিন্ন রাশির জাতক-জাতিকার জীবন একেবারে তোলপাড় করে দিতে পারে৷ এরমধ্যেই শুক্র ও শনির যোগে তৈরি হওয়া অবস্থাকে বলা হচ্ছে ষড়াষ্টক যোগ ৷ এই যোগের ফলে বিভিন্ন রাশিতে জীবনের ওপর বড় চাপ আসতে চলেছে৷ এই পর্বে থাকা জাতক-জাতিকারা শনি ও শুক্রগ্রহের বীজ মন্ত্র জপ করলে সমস্যা ও কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। Photo- Representative
মিথুন রাশির জাতক ও জাতিকাদের এই সময়টা খুব খারাপ প্রভাব পড়তে পারে৷ এ সময় মিথুন রাশির জাতকদের কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। জাতক-জাতিকাদের মুখের দিকে আঘাত পাওয়া ও অসুস্থতার যোগ হতে পারে৷ দেখা দিতে পারে চোখের অসুখ৷ আবার মুখে কোনও আঘাত পেতে পারেন। এমনকি চোখে অস্ত্রোপচারও হতে পারে। আবার অ্যাক্সিডেন্টও হতে পারে৷ শুধু এই নয় আর্থিক দিক থেকেও সময়টা ভাল যাবে না৷ ব্যবসাতে লাভ কমবে৷ পরিবারের বয়স্কদের ওপরও খারাপ সময়ের প্রভাবে খুব খারাপ ফল আসতে পারে৷ তাঁরা শারীরিকভাবে অসুস্থ হতে পারেন৷ Photo- Representative
সিংহ রাশির জাতক- জাতিকারা ষড়াষ্টক যোগে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। সিংহ রাশির জাতক-জাতিকা যাঁরা রয়েছেন তাঁদের আর্থিক সঙ্কটের মুখোমুখি হওয়ার সম্ভবনা প্রবল৷ ব্যবসায় বড় ধাক্কা খেতে পারেন৷ পাশাপাশি শারীরিক সমস্যার প্রকোপও পড়বে৷ অসুস্থ বয়স্করা আরও বেশি অসুস্থ হতে পারেন৷ পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও অসুবিধধা হতে পারে৷ সন্তানকে নিয়ে সমস্যার সম্ভবনা জারি থাকছে৷ Photo- Representative
বৈদিক জ্যোতিষে এই ষড়াষ্টক যোগ কুপ্রভাবদায়ী হতে চলেছে কুম্ভ রাশির জাতক- জাতিকাদের জন্যে৷ এই রাশির যারা তাদের ব্যবসায় ফের ধাক্কা লাগবে৷ পার্টনারশিপেও লোকসান হতে পারে৷ চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে৷ বৈবাহিক সম্পর্কে থাকা জাতক-জাতিকাদের পার্টনারের শরীরের ওপরেও খারাপ প্রভাব ফেলতে পারে এই যোগ৷ Photo- Representative Disclaimer- এই প্রতিবেদনের মত News 18 Bangla -র নিজস্ব মতামত নয়, প্রচলিত জ্যোতিষ মতের ভিত্তিতে লেখা৷ সঠিক ফলাফলের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন৷