হোম » ছবি » জ্যোতিষকাহন » সূর্য-বুধ-শুক্রের গোচর এপ্রিলে,এই কয়েক রাশির জন্য খুলে দিতে চলেছে সৌভাগ্যের দরজা

April Grah Gochar 2023: সূর্য-বুধ-শুক্রের গোচর এপ্রিলে, এই কয়েক রাশির জন্য খুলে দিতে চলেছে সৌভাগ্যের দরজা!

  • 17

    April Grah Gochar 2023: সূর্য-বুধ-শুক্রের গোচর এপ্রিলে, এই কয়েক রাশির জন্য খুলে দিতে চলেছে সৌভাগ্যের দরজা!

    এপ্রিল মাসে একসঙ্গে তিন গ্রহের গোচরের সাক্ষী থাকতে চলেছে ভারতীয় জ্যোতিষ। গ্রহাধিপতি সূর্যের গোচর হবে আগামী ১৪ এপ্রিল, ২০২৩ তারিখে, দুপুর ২টো বেজে ৪২ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবেন তিনি। অন্য দিকে, ৬ এপ্রিল, ২০২৩ তারিখে বৃষ রাশিতে স্থানান্তরিত হয়েছেন শুক্রাচার্য। ২১ এপ্রিল, ২০২৩ তারিখে তেমনই মেষ রাশিতে প্রবেশ করবেন বুধ।

    MORE
    GALLERIES

  • 27

    April Grah Gochar 2023: সূর্য-বুধ-শুক্রের গোচর এপ্রিলে, এই কয়েক রাশির জন্য খুলে দিতে চলেছে সৌভাগ্যের দরজা!

    এই ত্রিবিধ গোচর সৌভাগ্যের দরজা খুলে দিতে চলেছে কয়েকটি রাশির জন্য। গণনা বলছে যে এপ্রিল মাস এই কয়েক রাশির পক্ষে মোটের উপরে সব দিক থেকে শুভ সংবাদ নিয়ে এসেছে। তবে সুখ নিরবচ্ছিন্ন হয় না, অতএব কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বনও সমান প্রয়োজন।

    MORE
    GALLERIES

  • 37

    April Grah Gochar 2023: সূর্য-বুধ-শুক্রের গোচর এপ্রিলে, এই কয়েক রাশির জন্য খুলে দিতে চলেছে সৌভাগ্যের দরজা!

    বৃষ- এপ্রিল মাসে এই রাশির সব কাজ যথাযথ ভাবে সম্পন্ন হবে। প্রণয়ের ক্ষেত্র বিশেষ করে উজ্জ্বল হবে, স্বাস্থ্য ভাল থাকবে। ব্যবসাতেও লাভবৃদ্ধির শুভ যোগ রয়েছে।

    MORE
    GALLERIES

  • 47

    April Grah Gochar 2023: সূর্য-বুধ-শুক্রের গোচর এপ্রিলে, এই কয়েক রাশির জন্য খুলে দিতে চলেছে সৌভাগ্যের দরজা!

    মিথুন- চিন্তা-ভাবনা স্বচ্ছ থাকবে, ফলে সঠিক সিদ্ধান্ত নিতে কোনও অসুবিধা হবে না। দম্পতি এবং ছাত্রদের জন্য সময়টা শুভ। নতুন কোনও কাজ শুরু করা যেতে পারে, অর্থলাভের যোগ রয়েছে।

    MORE
    GALLERIES

  • 57

    April Grah Gochar 2023: সূর্য-বুধ-শুক্রের গোচর এপ্রিলে, এই কয়েক রাশির জন্য খুলে দিতে চলেছে সৌভাগ্যের দরজা!

    কর্কট- সময়ে অন্যদের বিশ্বাস এই রাশির উপরে বৃদ্ধি পাবে, ফলে সব কাজে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে, হঠাৎ করে হাতে বেশ কিছু টাকা আসার সম্ভাবনাও রয়েছে।

    MORE
    GALLERIES

  • 67

    April Grah Gochar 2023: সূর্য-বুধ-শুক্রের গোচর এপ্রিলে, এই কয়েক রাশির জন্য খুলে দিতে চলেছে সৌভাগ্যের দরজা!

    কুম্ভ: ধার্মিক পথে আগ্রহ বাড়বে, তা মনকে স্বচ্ছ রাখবে। কর্মনিষ্ঠা বাড়বে, তা সাফল্যের দিকে নিয়ে যাবে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু ছোটখাটো সমস্যা হতে পারে, যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করতে হবে।

    MORE
    GALLERIES

  • 77

    April Grah Gochar 2023: সূর্য-বুধ-শুক্রের গোচর এপ্রিলে, এই কয়েক রাশির জন্য খুলে দিতে চলেছে সৌভাগ্যের দরজা!

    মীন- এপ্রিলে ধনাগমের প্রভূত সম্ভাবনা রয়েছে। মাসের শেষের দিকে সাফল্য করায়ত্ত হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয় অনুকূলে থাকবে, তবে অর্থলগ্নি বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতির তুলনামূলক বিচার অবশ্য কর্তব্য। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES