এপ্রিল মাসে একসঙ্গে তিন গ্রহের গোচরের সাক্ষী থাকতে চলেছে ভারতীয় জ্যোতিষ। গ্রহাধিপতি সূর্যের গোচর হবে আগামী ১৪ এপ্রিল, ২০২৩ তারিখে, দুপুর ২টো বেজে ৪২ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবেন তিনি। অন্য দিকে, ৬ এপ্রিল, ২০২৩ তারিখে বৃষ রাশিতে স্থানান্তরিত হয়েছেন শুক্রাচার্য। ২১ এপ্রিল, ২০২৩ তারিখে তেমনই মেষ রাশিতে প্রবেশ করবেন বুধ।
মীন- এপ্রিলে ধনাগমের প্রভূত সম্ভাবনা রয়েছে। মাসের শেষের দিকে সাফল্য করায়ত্ত হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয় অনুকূলে থাকবে, তবে অর্থলগ্নি বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতির তুলনামূলক বিচার অবশ্য কর্তব্য। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)