

Zero-র রিলিজ এগিয়ে আসছে ৷ এরইমধ্যে জোরকদমে প্রমোশন চলছে শাহরুখ খানের ক্রিসমাস ব্লকবাস্টারের জন্য ৷ দুই হিরোইন অনুষ্কা ও ক্যাটরিনার দম ফেলার ফুসরত নেই ৷ Photo Courtesy - Katrina Kaif / Instagram Handle


এই ছবির প্রমোশানেই এবার মুখ খুলেছিলেন বিরাটের নুষ্কি ৷ তিনি জানিয়ে দিয়েছেন এরা সকলেই আপনাকে মা হওয়ার আগেই মা বানিয়ে দেবে ৷ এরা এটা বোঝে না যে মানুষ বিয়ে লুকিয়ে রাখতে পারে কিন্তু প্রেগন্যান্সি কি লুকিয়ে রাখা যায় ৷ File Photo


অনুষ্কা শর্মা তখন নিজের আপকামিং মুভি জিরো-র প্রমোশানাল কাজে ব্যস্ত অনুষ্কা ৷অনুষ্কার কোমরে হাত দিয়ে বসার ছবি ভাইরাল হয়েছিল ৷ আগুনে ঘি দিয়েছিল জিরো -র পর আর কোনও সিনেমায় অনুষ্কার কাজ না করা ৷


তবে সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েও ফের শিরোনামে অনুষ্কা ৷ তিনি আর বিরাট একজন বিনোদন দুনিয়ার অর্থাৎ বলিউডের অন্যতম টপ হিরোইন আবার অন্যজন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ৷ তবুও নিজেদের সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে প্রচুর সময় বার করেন একে অপরের জন্য ৷ File Photo


তাই বিরাট ও অনুষ্কা নিজেদের প্রথম বিবাহবার্ষিকী একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ বিরাটের যেহেতু অস্ট্রেলিয়ায় টেস্ট চলছে তাই বেশি অ্যাডজাস্টমেন্ট করেছেন অনুষ্কাই ৷ বিগ ব্যানারের ছবির প্রমোশনের কাজ থেকে কয়েকদিনের টুক করে ছুটি নিয়েছেন তিনি ৷ File Photo