ফুচকা নিয়েও পুজো প্যান্ডেল হয়েছে। আস্ত ট্যাক্সি নিয়েও হয়েছে। কিন্তু ডিভোর্স নিয়ে পুজোর থিম? এটাও সম্ভব?

ফুচকা নিয়েও পুজো প্যান্ডেল হয়েছে। আস্ত ট্যাক্সি নিয়েও হয়েছে। কিন্তু ডিভোর্স নিয়ে পুজোর থিম? এটাও সম্ভব?

 সম্ভব করছেন গোলাঘাটা সম্মিলনী পুজো কমিটি। প্রতিদিন বেড়ে চলা বিবাহ বিচ্ছেদ রুখতে হবে নষ্ট হতে বসা শৈশবের কথা ভেবে।

সম্ভব করছেন গোলাঘাটা সম্মিলনী পুজো কমিটি। প্রতিদিন বেড়ে চলা বিবাহ বিচ্ছেদ রুখতে হবে নষ্ট হতে বসা শৈশবের কথা ভেবে।

 পুরুষ অধিকারের সংগঠনের নন্দিনী ভট্টাচার্য বলেন, "স্বামী স্ত্রীর ডিভোর্স হোক আপত্তি নেই। কিন্তু বাবা মায়ের ডিভোর্স কাম্য নয়।বাচ্চার কী হবে?"

পুরুষ অধিকারের সংগঠনের নন্দিনী ভট্টাচার্য বলেন, "স্বামী স্ত্রীর ডিভোর্স হোক আপত্তি নেই। কিন্তু বাবা মায়ের ডিভোর্স কাম্য নয়।বাচ্চার কী হবে?"

 ক্লাবের সম্পাদক শংকর সরকার বলেন,"ডিভোর্স বাড়ছে। নিশ্চয়ই কিছু কারণ আছে। কিন্তু আমরা শিশুদের পক্ষে। পরিবার নামের প্রতিষ্ঠানের পক্ষে। তাই আমরা বলছি ডিভোর্স হঠান শিশুকে বাঁচান।"

ক্লাবের সম্পাদক শংকর সরকার বলেন,"ডিভোর্স বাড়ছে। নিশ্চয়ই কিছু কারণ আছে। কিন্তু আমরা শিশুদের পক্ষে। পরিবার নামের প্রতিষ্ঠানের পক্ষে। তাই আমরা বলছি ডিভোর্স হঠান শিশুকে বাঁচান।"

 পুজোর থিম শিল্পী মানস রায় বলেন,"ডিভোর্সের বিরুদ্ধে আমরা বলতে পারি না। কারণ এটা আইনি ব্যাপার। আমার পুজোয় আমি দেখানোর চেষ্টা করব শৈশবকে সঠিক ভাবে রক্ষা করতে অবশ্যই ডিভোর্স নিয়ে ভাবতে হবে।"

পুজোর থিম শিল্পী মানস রায় বলেন,"ডিভোর্সের বিরুদ্ধে আমরা বলতে পারি না। কারণ এটা আইনি ব্যাপার। আমার পুজোয় আমি দেখানোর চেষ্টা করব শৈশবকে সঠিক ভাবে রক্ষা করতে অবশ্যই ডিভোর্স নিয়ে ভাবতে হবে।"