#লখনউ: গুজরাতে কংগ্রেস ও বিজেপির জোর টক্কর। ভোটগণনায় বিজেপি এগিয়ে থাকলেও, গেরুয়াশিবিরের নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল কংগ্রেসের উত্থান। তবে সে সব চিন্তা দূর করে এগিয়ে রয়েছে গেরুয়া শিবিড়ই ৷ গুজরাতে এ বারেও ক্ষমতায় বিজেপি। এই নিয়ে টানা ছ’বার গুজরাতের রাশ থাকছে বিজেপির হাতে।
সোমবার গুজরাত ও হিমাচলের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে ট্যুইট করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
ট্যুইটে যোগী লিখলেন, ‘গুজরাত ও হিমাচলের মানুষজন বুঝিয়ে দিলেন, যে বিভাজনের নোংরা রাজনীতি এই দেশের মানুষ মেনে নেবে না ৷ গুজরাত ও হিমাচলের মানুষদের হৃদয় থেকে শুভেচ্ছা জানাই ৷’