২০১৬-য় আলাপ। প্রথম দেখাতেই প্রেম। তারপর থেকে আর দু’জনে দু’জনের সঙ্গ ছাড়েননি প্রিন্স হ্যারি ও টরেন্টোর অভিনেত্রী মেগান মার্কেল। এক্কেবারে রূপকথার গল্প।
গতবছর অক্টোবরে সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় দু’জনকে। আর অপেক্ষা নয়। এবছর নভেম্বরের শুরুতে হয়ে গেল আংটি বদল। আর ২০১৮ সালের মে মাসেই রাজ পরিবারের ছোট ছেলেটির বিয়ের জন্য শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। রাজপুত্তুরের বিয়ে বলে কথা!