#রোম: বিশ্ব ফুটবলে ফের অঘটন। নেদারল্যান্ডসের পর ইতালি। বিশ্বকাপের মূল পর্বে ওঠার আগেই বিদায় নিল আজুরিরা। ২০১৮-র রাশিয়া বিশ্বকাপে দেখা যাবে না চারবারের বিশ্বজয়ীদের।
নিজের দেশের মাটিতেই বিপর্যয় নামল ইতালির ফুটবলে। মিলানে সুইডেনের সঙ্গে এদিন গোলশূন্য ড্র করে ইতালি। কিন্তু প্রথম ম্যাচে সুইডেন এক গোলে জেতায় এগ্রিগেটে হার স্বীকার আজুরিদের।
১৯৫৮-র পর এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে দেখা যাবে না ইতালিকে। এদিকে, ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইতালির গোলরক্ষক বুফোঁ। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে দেশের হয়ে ১৭৫টি ম্যাচ খেলেছেন তিনি।