#ধূপগুড়ি: রাতের জঙ্গলপথে আমকাই সামনে হাতির দল। থতমত খেয়ে স্টিয়ারিং ছেড়ে হাত গুটিয়ে নিলেন চালক। অ্যাম্বুলেন্সে তখন প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন অন্তঃসত্বা। কেটে গেল আতঙ্কের আধ ঘণ্টা। হাতির চিৎকারে আতঙ্কিত প্রসূতি অ্যাম্বুলেন্সেই পুত্র সন্তানের জন্ম দেন। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায় ধূপগুড়ির গয়েরকাটায় ৷
গতকাল রাতে গয়েরকাটা চা বাগান এলাকার বাসিন্দা প্রেমিকা মিনজের প্রসব যন্ত্রণা শুরু হয়। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সকে। গভীর রাতে জঙ্গল পথে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের সামনে এসে পড়ে ১৪-১৫টি হাতি। তখন অ্যাম্বুলেন্সে ছিলেন চালক বিকাশ রায়, প্রসূতি ও তাঁর শাশুড়ি। হাতির চিৎকারে আতঙ্কিত প্রসূতি গাড়িতেই ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। আপাতত ধূপগুড়ি হাসপাতালে ভর্তি মা ও সন্তান। দুজনেই সুস্থ আছে।