#নয়াদিল্লি: বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ ৷ জানা গিয়েছে, জুনের ৩০ তারিখের পর থেকেই বেশ কয়েকটি স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ ৷ এর ফলে আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করার সুযোগ পাবেন না অনেকেই ৷
এই মুহূর্তে সব চেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ ৷ এবার থেকে এই অ্যাপটি আরও হাইটেক, সুরক্ষিত ও ফিচারলেস হতে চলেছে ৷ সম্প্রতি হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি নতুন ফিচার্স যোগ করা হয়েছে যা এই অ্যাপটিকে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে ৷ এই জন্য বেশ কয়েকটি স্মার্টফোন যাতে এই আপডেটেড ভার্সান কাজ করবে না তাতে পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
কিন্তু সমস্যা একটাই ৷ এখন থেকে আর সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না ৷ সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা বেশ কয়েকটি হ্যান্ডসেটে হোয়াটসঅ্যাপ বন্ধ করতে চলেছে ৷
হোয়াটসঅ্যাপ তাদের ব্লগে লিখেছে যে তারা লাগাতার অ্যাপটিকে আপডেট করছে ৷ পাশাপাশি বেশ কয়েকটি উন্নত ও নতুন ফিচার্স যোগ করা হচ্ছে ৷ এই জন্য বেশ কয়েকটি স্মার্টফোন যাতে এই আপডেটেড ভার্সান কাজ করবে না তাতে পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই হ্যান্ডসেটগুলিতে ৩০ জুনের পর থেকে পরিষেবা মিলবে না ৷ যে হ্যান্ডসেটে এই মাসের পর Whatsapp আর ব্যবহার করা যাবে না সেগুলি হল-
BlackBerry OS
BlackBerry 10
Nokia S40
Nokia Symbian S60
iPhone 3GS
Windows 7.1
Android 2.1
Android 2.2