#পশ্চিম মেদিনীপুর : রাজ্যের একাধিক জায়গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহুজনের, তবুও সচেতনতার অভাব প্রশাসনের! পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নম্বর জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বিলাতকুলি গ্রামের বিলাতকুলি শিশু শিক্ষা কেন্দ্রের সামনেই ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি, তাতে লাগানো রয়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার, মাটি থেকে তিন ফুট উচ্চতায় খোলা অবস্থায় বৈদ্যুতিক বোর্ড, যা মারণ ফাঁদ বলেই মনে করছেন স্কুল পড়ুয়াদের অভিভাবক-সহ গ্রামবাসীরা।
জানা গিয়েছে, ওই শিশু শিক্ষা কেন্দ্রে প্রায় ৪০-৫০ জন খুদে পড়ুয়া পড়াশোনা করে। খেলাধুলা হয় শিশু শিক্ষা কেন্দ্রের পাশের ফাঁকা মাঠে। সেই খেলার মাঠের পাশেই রয়েছে 'মরণ ফাঁদ', যে-কোনও সময়ে ঘটে যেতে পারে দুর্ঘটনা।
আরও পড়ুন: মাওবাদীদের নাম করে ফোনে হুমকি, টাকা তোলা, ঝাড়গ্রামে গ্রেফতার আরও ১
আরও পড়ুন: তারে ঝুলে ছটফট করছেন বিদ্যুৎ দফতরের দুই কর্মী, মর্মান্তিক দৃশ্যে স্তম্ভিত গলসি
গ্রামবাসীদের অভিযোগ, '' যতক্ষণ মাঠে ছেলেমেয়েরা খেলাধুলো করে, ততক্ষণ আমরা চিন্তায় থাকি। এই বিষয়ে বারংবার বিদ্যুৎ দফতরে জানিয়েও কোন সূরাহা মেলেনি। মনে ভয় নিয়ে পড়তে পাঠাতে হচ্ছে ছেলে-মেয়েদের।'' গ্রাম পঞ্চায়েতের সদস্য বনলতা দোলই জানান, '' এই 'মারণ ফাঁদ' অনেক দিন ধরে একইভাবে রয়েছে, বিদ্যুৎ দফতরে একাধিক বার জানানো হয়েছে। তবুও আরেকবার জানাব যাতে সমস্যার সমাধান হয়। ''Partha Mukherjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Paschim medinipur