পশ্চিম মেদিনীপুর: শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত বকছড়ি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম শেখ রেজাবুলের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত গর্গজপোতা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কাজ সেরে মেদিনীপুর থেকে কেশপুরের দিকে নিজের বাড়ি ফেরার পথে কেশপুর থানার বকছড়ি পেট্রোল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে বাইক আরোহী সেক রেজাবুল।
সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষেরা ও পেট্রোল পাম্পের কর্মীরা কেশপুর থানায় খবর দেয় এবং আশঙ্কজনক অবস্থায় বাইক আরোহীকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, সেখানে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মর্গে।
আরও পড়ুনঃ প্রথমে আগুন, তারপর বিস্ফোরণ! পেট্রোল পাম্পের ভয়াবহ ঘটনায় আহত দুই
স্থানীয় মানুষদের অনুমান মোটর সাইকেলের চাকা কোনও ভাবে স্কিড করায় বাইকের নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং মোটর সাইকেল নিয়ে পরে যান। বাইকের গতিবেগ থাকায় বাইকটি প্রায় ১০০ মিটার দূরে ছিটকে যায়। ঘটনার খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে সেক রেজাবুলের গরগজপোতা গ্রামে।
আরও পড়ুনঃকেক কেটে নয়, হইহুল্লোড়েও নয়! একেবারে অন্যরকমভাবে নিজের জন্মদিন পালন করে চমকে দিলেন এই লেখক
তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কেশপুর থানার পুলিশ। তবে স্থানীয় সূত্রে আরও জানা গেছে হেলমেট বিহীন অবস্থায় বাইক চালাচ্ছিল ঐ বাইক আরোহী। বারবার পুলিশ প্রশাসনের তরফে পথ দুর্ঘটনায় মৃত্যু আটকাতে বিভিন্ন ভাবে, বিভিন্ন পদক্ষেপ গ্রহনের মাধ্যমে সাধারন মানুষকে সচেতন করা হয় প্রায় সারা বছর ধরে। এছাড়াও বাইক আটক, জরিমানাও করা হয় হেলমেট বিহীন বাইক চালকদের, তারপর বিনা হেলমেটে বাইক চালানোর ফলে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা অব্যাহত শুধুমাত্র অসচেতনতার ফলে।
Sovon Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident