পশ্চিম মেদিনীপুর : হাতি নয়, এবার বুনো শুয়োরের এর হামলায় মৃত্যু হল জঙ্গলমহলে! শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বনবিভাগের পিড়াকাটা রেঞ্জের অন্তর্গত রঞ্জা বিটের রঞ্জার জঙ্গলে ঘটনাটি ঘটে। স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ৬৫'র বছর বয়সী এক বৃদ্ধা রঞ্জার জঙ্গলে কাঠ কুড়োতে যায়। সেই সময় আক্রমণ করে একটি বুনো শুয়োর।
দীর্ঘক্ষণ পরেও বাড়ি না ফেরায় পরিবার পরিজনেরা এবং প্রতিবেশী আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। এরপর জঙ্গলের মধ্যে ওই বৃদ্ধাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় মানুষেরা বৃদ্ধাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ও বনদফতর সূত্রে জানা গেছে, মৃতার নাম আদরী বালা মাহাতো। বয়স আনুমানিক ৬৫ বছর। শালবনী ব্লকের ১ নং অঞ্চলের হাড়তোড়া এলাকায় তাঁর বাড়ি বলে জানা গেছে। ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বন দফতরের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একদিকে গত ১০-১২ দিনে হাতির আক্রমনে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় প্রায় ঘটছে মৃত্যুর ঘটনা। তার সঙ্গে শুক্রবার বিকেলের বন্য শুকরের হামলার ঘটনায় এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক।
আরও পড়ুন, ভাড়া শুরু মাত্র ৫ টাকা দিয়ে! কবি সুভায়-রুবি রুটে ভাড়া ঘোষণা করল মেট্রো
আরও পড়ুন, ঘাড়ের গঠনই জানিয়ে দেয় কার চরিত্র ঠিক কেমন! জানুন সামুদ্রিক শাস্ত্র কী বলছে
এলাকার মানুষের অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলা জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে ঠিক সময়ে দেখা মেলে না কোন বনকর্মীর। এদিকে বৃদ্ধার মৃতদেহ ময়নাতদের জন্য পাঠানো হয়েছে। শনিবারই বৃদ্ধার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।
Sovon Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Forest, West Midnapore