পশ্চিম মেদিনীপুর: ফেসবুকে আলাপ। সেখান থেকে শুরু প্রেম। দিন রাত চলত কথা বলা। কিন্তু ওই যুবক স্বপ্নেও ভাবতে পারেননি, যে কী হতে চলেছে তাঁর সঙ্গে। এক যুবক মহিলার কন্ঠস্বর নকল করে ফোনে প্রেমের অভিনয় করে ৯০ হাজার টাকা প্রতারণা করল অপর এক যুবকের সঙ্গে।
প্রতারণার বিষয়ে বুঝতে পেরে হাতেনাতে প্রতারককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন প্রতারিত যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোপালপুর এলাকায়। জানা যায়, চন্দ্রকোনা টাউন থানার কদমতলা এলাকার যুবক শঙ্খ মণ্ডল মহিলার নামে নকল ফেসবুক অ্যাকাউন্ট খোলে। আর সেই নকল ফেসবুক অ্যাকাউন্টের নাম দেওয়া হয় সুস্মিতা সুস্মিতা।
সেই সুস্মিতা সুস্মিতা নামের নকল ফেসবুক অ্যাকাউন্ট থেকেই দাসপুরের গোপালপুরের এক যুবককে প্রথমে মেসেজ এবং পরে মোবাইল নম্বর আদান প্রদান হয়।
চন্দ্রকোনার যুবক মহিলার কন্ঠস্বর নকল করে ফোনে দাসপুরের ওই যুবকের সাথে কথা বার্তা শুরু করে। বুঝে উঠতে না পেরে দুজনের মধ্যে চলে কথাবার্তা পরে তা থেকে হয় প্রেম। প্রেমে গদগদ হয়ে মহিলার কন্ঠস্বর নকল করা চন্দ্রকোনার যুবকের কথাবার্তায় মজে গিয়েই ৯০ হাজার টাকা দিয়ে দেয় দাসপুরের ওই প্রেমিক যুবক।
পরে ঘটনা বুঝতে পারে দাসপুরের যুবকটি। অবশেষে শুক্রবার দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দাসপুরের প্রতারিত ওই প্রেমিক যুবক। দাসপুরের ওই যুবক মহিলা কন্ঠস্বরের তার নকল প্রেমিকাকে ফাঁদ পেতে ধরে ফেলে এবং দাসপুর থানায় তুলে দেয়।
আরও পড়ুন, যে-কোনও সমস্যার সমাধান করতে এবার পাড়ায় পুলিশ
আরও পড়ুন, আসামির সঙ্গে পুলিশের দৌড়, আসামি প্রথম আর পুলিশ দ্বিতীয়! আদালতে এ কী কাণ্ড
এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। অপরদিকে ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।
শোভন দাস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।