হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
একাধিক শূন্যপদে অন্তত ২৮ জনকে নিয়োগ করবে আইআইটি খড়্গপুর, বেতন জানলে চমকে উঠবেন

West Midnapore News: একাধিক শূন্যপদে অন্তত ২৮ জনকে নিয়োগ করবে আইআইটি খড়্গপুর, বেতন জানলে চমকে উঠবেন

আইআইটি খড়্গপুর

আইআইটি খড়্গপুর

আইআইটি খড়গপুরে এবার চাকরির সুবর্ণ সুযোগ, বেতন লাখ টাকা

  • Share this:

খড়গপুর: আইআইটিতে চাকরির সুবর্ণ সুযোগ। ডেপুটি লাইব্রেরিয়ান, স্পোর্টস অফিসার সহ বিভিন্ন পদে ২৮ জনকে নিয়োগ করবে IIT খড়্গপুর। বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি খড়গপুর।

বিভিন্ন শূন্যপদে অন্তত ২৮ জনকে নিয়োগ করবে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (www.iitkgp.ac.in)। ইতিমধ্যে, শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়াও। চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। নিয়োগ হবে প্রিন্সিপাল সফটওয়্যার/ সিস্টেম/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/ ডেপুটি লাইব্রেরিয়ান/ সিনিয়র কাউন্সেলর গ্রেড ১/ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সিনিয়র টেকনিক্যাল অফিসার/ ইঞ্জিনিয়ার/ স্পোর্টস অফিসার/ টেকনিক্যাল অফিসার/ কাউন্সেলর/ ল অফিসার/ এগজিকিউটিভ অফিসার/ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পদে।

মোট শূন্যপদ ২৮টি। তবে, শূন্যপদের সংখ্যা পরিবর্তন-সাপেক্ষ। পদ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর/ ৪০ বছর/ ৫০ বছরের মধ্যে। পদ ভেদে মাসিক বেতনক্রম ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা থেকে শুরু করে ১,২৩,১০০-২,১৫,৯০০ টাকা পর্যন্ত হতে পারে। প্রার্থীদের নিয়োগ করা হবে স্ক্রিনিং টেস্ট/ লিখিত পরীক্ষা/ প্রেজেন্টেশন/ ইন্টারভিউয়ের মাধ্যমে। পদগুলিতে আবেদনের যোগ্যতামান সহ বিস্তারিত জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) যেতে হবে। জমা দিতে হবে সমস্ত নথি। আবেদন-মূল্য বাবদ সংরক্ষিত শ্রেণিভুক্তদের ৫০০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৬ জুন (২০২৩)।

রঞ্জন চন্দ

Published by:Rachana Majumder
First published: