হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
বিপদে কীভাবে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দফতর, দেখুন হাড় হিম করা ভিডিও

West Midnapore News: বিপদে কীভাবে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দফতর, দেখুন হাড় হিম করা ভিডিও

X
উদ্ধারের [object Object]

West Midnapore News: বিপর্যয়ের সময় কীভাবে কাজ করে বিপর্যয় মোকাবিলা দফতর তার মহড়া হল দাঁতনে

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পশ্চিম মেদিনীপুর: বাংলা ওড়িশা সীমান্তবর্তী এলাকা দাঁতন, মোহনপুর। এলাকায় ঝড়ের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। সাইক্লোনে ক্ষয়ক্ষতিও হয়। শুধু তাই নয় নদী তীরবর্তী এলাকা হওয়ায় দাঁতন মোহনপুর সবং এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ থাকে। বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি এবং সাইক্লোন বা ক্ষয়ক্ষতির পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিভাবে উপকার করে বিপর্যয় মোকাবিলা দফতর, ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন তার মহড়া হলো দাঁতন, মোহনপুর সবংস সহ জেলার পাঁচটি জায়গায়।

দাঁতনে কলকাতা 2 নং ব্যাটেলিয়ানের এনডিআরএফ-এর কর্মীরা সাইক্লোন কিংবা যে কোন ঝড়ের পরিস্থিতিতে কিভাবে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনে কিংবা যে কোন সমস্যায় কীভাবে মোকাবিলা করে তা দেখানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি, চিকিৎসার বিষয় মহড়াতে দেখানো হয়। ঝড়, লিফটের সমস্যার কারনে কোনও মানুষ বাড়িতে আটকে গেলে তাকে বিপর্যয় মোকাবিলা দফতর কীভাবে উদ্ধার করে তাও দেখানো হয়েছে।

আরও পড়ুন: সূর্য ডুবলেই অন্ধকার নেমে আসে ছোট্ট পূজার জগতে ! কারণ চোখে জল আনবে আরও পড়ুন:

এদিন এই মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিল এনডিআরএফটিম, ব্লকের ডিজাস্টার ফোর্স, দমকল, বিদ্যুৎ, স্বাস্থ্য দফতর-সহ ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরগুলি। আগুন লাগলে দমকল কিভাবে কাজ করে তারও মহড়া হয়েছে। ঝড়ের সময় গাছ পড়লে কিভাবে গাছ সরিয়ে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা যায় এসব ছিল এদিনের মহড়াতে। প্রশাসনে এক আধিকারিক বলেন," সাইক্লোনের আগে ও পরে প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দফতর কীভাবে কাজ করে সাধারণ মানুষকে উদ্ধার করে তা-ই কৃত্রিম ভাবে দেখানো হয়েছে।"

Ranjan Chanda

Published by:Piya Banerjee
First published:

Tags: Cyclone, West Midnapore news