#ডেবরা: এই বিজ্ঞানের যুগেও অন্ধবিশ্বাস ও কুসংস্কার মানুষের পিছু ছাড়েনি, আকড়ে রয়েছে আষ্টেপৃষ্ঠে! সম্প্রতি,পশ্চিম মেদিনীপুরে ডেবরায় মৃত্যুর পর এক যুবকের মৃতদেহ নিয়ে পরিবার হাজির হলেন ওঝার কাছে, এটা যাচাই করতে সত্যিই তাঁদের ছেলের মৃত্যু হয়েছে কী না, বিশ্বাস, ওঝা যদি ঝাড়ফুক করে বাঁচিয়ে তুলতে পারেন মৃতকে, কিংবা বলে দিতে পারে কেউ ছেলের উপর 'জাদু-টোনা' করেছিল কী না! বলা বাহুল্য, আশাহত হয়েই ফিরতে হয়েছিল মৃতের পরিবারকে।
বিস্ময়কর ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার ডুবেরপুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় যুবক রবি মুর্মু আচমকাই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে রবি মুর্মুকে মৃত ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে রোগীর পরিবার! এর পর তাঁরা মৃতদেহ নিয়ে হাজির হন ওঝার কাছে, রবি মুর্মুর প্রকৃত মৃত্যু হয়েছে কী না, তা জানার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় ডেবরা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য।
মৃত রবি মুর্মু স্ত্রী অঞ্জলি মুর্মু জানান, '' হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান আমার স্বামী। আমরা তাই মৃতদেহ ওঝার কাছে নিয়ে গিয়েছিলাম, এটা জানতে কেউ কোনও 'জাদু-টোনা' করেছে কী না। কিন্তু যাওয়া মাত্রই ওঝা আমাদের ফিরিয়ে দেন।''
এই বিষয়ে বিজ্ঞান মঞ্চের ডেবরা অঞ্চলের সদস্য শেখর রাজ পণ্ডিত বলেন, '' আজকের দিনে দাঁড়িয়েও মানুষ এতটা কুসংস্কারাচ্ছন্ন ? এখনও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়ে গিয়েছে, সেই কারণেই মাঝেমধ্যে এ'ধরনের ঘটনা ঘটছে। মানুষকে আরও বেশি করে বিজ্ঞান বিষয়ে সচেতন করতে হবে।''
Partha Mukherjeeনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Medinipur