পশ্চিম মেদিনীপুর: শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে ঘুরে বেড়ানো, সঙ্গে দু-একজন সিকিউরিটি, বিধায়কদের এমন ছবি দেখেছে আমজনতা। কিন্তু চন্দ্রকোনায় অন্য ছবি দেখল এলাকাবাসী। লুঙ্গি পরে, গামছা গায়ে লাঙল নিয়ে মাঠে খোদ বিধায়ক। রাজনীতির চেনা ছবি ছেড়ে উঁচুতলার মানুষের দম্ভ, অহংকার ছেড়ে নিজের বাড়ির আলু চাষের জমিতে বিধায়কের চাষ করার ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেট দুনিয়ায়।
বিধায়ক নাকি গায়ে গামছা, লুঙ্গি পড়ে আলু চাষের জমিতে লাঙল করছে। তিনি চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া। গ্রামবাসীদের মতে, তিনি সত্যিকারের সাধারণ মানুষের সেবক। করোনা হোক কিংবা মানুষের যে কোন সমস্যায় ছুটে গিয়েছেন তিনি।
অরূপ বাবুর পরিবার চাষাবাদের সাথে যুক্ত এখনও। বিধায়ক হওয়ার আগে তিনি হয়েছিলেন পৌরসভার চেয়ারম্যানও। তখনও সময় পেলে মাঠে যেতেন চাষের কাজে। অরূপ বাবু বলেন এই আলু চাষের জমি পেটে ভাত যোগায় পরিবারের। বিধায়ক হলেও সময় পেলে তিনি যান মাঠের কাজে।
আরও পড়ুন: দিনেদুপুরে মাঝরাস্তায় 'বাইকেই' দেদার Romance...! 'ভালোবাসায়' মত্ত দম্পতি! তোলপাড় নেটপাড়া
এখনও অরূপ বাবুর বাড়িতে বেশ কয়েক বিঘা জমিতে আলু চাষ হয়েছে। তাই পরিবারকে সাহায্য করতে লাঙ্গল নিয়ে তিনি নিজেই গিয়েছেন মাঠে। প্রচার বিমুখ অরূপ বাবু বলেন, আমি সামান্য কৃষক পরিবার থেকে বড় হয়েছি। আলু চাষ করে সংসার চলত। বিধায়ক হয়ে সাধারণ মানুষের উপকারে ব্রতি হয়েছি। আর বাড়ির চাষের কাজে লাঙ্গল নিয়ে মাঠে গিয়েছি। অরূপ বাবুর এই ছবি ভাইরাল হতে মুগ্ধ নেটিজেনরাও।
রঞ্জন চন্দ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TMC MLA, West Midnapore