হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
মোবাইল ছেড়ে মাঠে যুবকরা! যুব সমাজকে মাঠমুখি করতে অভিনব এই উদ্যোগ

West Midnapore News: মোবাইল ছেড়ে মাঠে যুবকরা! যুব সমাজকে মাঠমুখি করতে অভিনব এই উদ্যোগ

X
মোবাইল [object Object]

যুব সমাজকে মাঠ মুখি করতে একাধিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলো বেলদার দেউলি ফ্রেন্ডস ইউনিট ক্লাব|

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বেলদা: বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যুবসমাজ মোবাইলমুখী হয়ে উঠেছে। খোলা মাঠে খেলা ছেড়ে মোবাইলে বন্দী শৈশব। দিন রাত এক করে অনলাইন গেমে মত্ত শিশু থেকে কিশোররা। যুব সমাজকে করতে একাধিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন একটি ক্লাবের। তিন দিনব্যাপী ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, কবাডি এবং মহিলাদের একাধিক খেলার আয়োজন করল বেলদার একটি ক্লাব।

প্রতিবছর একই উদ্যোগ নেয় পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলী ফ্রেন্ডস ইউনিট ক্লাব। এ বছরও শনিবার সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিক সূচনা ঘটে। নার্সারি শ্রেণী থেকে সর্বসাধারণ প্রায় ১০০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নেয় এই দৌড় প্রতিযোগিতায়। বিকেলে পর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হয় তিন দিনের অনুষ্ঠানের। এরপরে তিন দিন ধরে রাত্রিকালীন ক্রিকেট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, কবাডি টুর্নামেন্ট, বয়স্ক ক্রিকেট এবং মহিলাদের একাধিক বিভাগের খেলা আয়োজিত হয়েছে।

আরও পড়ুন: মহিলাকে ফোন, ওটিপি টা বলুন, ব্যাস তারপরই মাথায় হাত মহিলার

সব মিলিয়ে প্রায় ১২০০-জনেরও অধিক ছেলেমেয়েরা অংশ নেয় এই তিন দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়। খেলার পাশাপাশি এলাকার বেশ কয়েকজন ক্রীড়া প্রেমী এবং বিশিষ্ট মানুষজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মৃত্যুর সময় শবদাহ করবার জন্য যে সমস্ত মানুষ ছাড়া আমাদের শেষকৃত্য সম্পন্ন হয় না কিন্তু তাদের বিভিন্ন সময়ে অবহেলার চোখে দেখা হয়, তাদেরকে সংবর্ধনা দিল এই ক্লাব।

আরও পড়ুন: হাতির হানা থেকে কীভাবে বাঁচবেন, এঁকে জানিয়ে দিল খুদেরা

ক্লাবের সদস্য গৌরী শংকর অধিকারী বলেন, বর্তমান পরিস্থিতিতে ছেলেমেয়েরা মাঠমুখী হয় না। ছেলেদের মাঠমুখি করতে বেশ কয়েক বছর ধরেই এই খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে।ছাত্র-ছাত্রীদের মোবাইলের ছোট্ট জগত থেকে বেরিয়ে আসার যে প্রয়াস তাকে অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

Ranjan Chanda

Published by:Ankita Tripathi
First published:

Tags: Local sports, West Medinipur News