বেলদা: বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যুবসমাজ মোবাইলমুখী হয়ে উঠেছে। খোলা মাঠে খেলা ছেড়ে মোবাইলে বন্দী শৈশব। দিন রাত এক করে অনলাইন গেমে মত্ত শিশু থেকে কিশোররা। যুব সমাজকে করতে একাধিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন একটি ক্লাবের। তিন দিনব্যাপী ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, কবাডি এবং মহিলাদের একাধিক খেলার আয়োজন করল বেলদার একটি ক্লাব।
সব মিলিয়ে প্রায় ১২০০-জনেরও অধিক ছেলেমেয়েরা অংশ নেয় এই তিন দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়। খেলার পাশাপাশি এলাকার বেশ কয়েকজন ক্রীড়া প্রেমী এবং বিশিষ্ট মানুষজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মৃত্যুর সময় শবদাহ করবার জন্য যে সমস্ত মানুষ ছাড়া আমাদের শেষকৃত্য সম্পন্ন হয় না কিন্তু তাদের বিভিন্ন সময়ে অবহেলার চোখে দেখা হয়, তাদেরকে সংবর্ধনা দিল এই ক্লাব।
আরও পড়ুন: হাতির হানা থেকে কীভাবে বাঁচবেন, এঁকে জানিয়ে দিল খুদেরাক্লাবের সদস্য গৌরী শংকর অধিকারী বলেন, বর্তমান পরিস্থিতিতে ছেলেমেয়েরা মাঠমুখী হয় না। ছেলেদের মাঠমুখি করতে বেশ কয়েক বছর ধরেই এই খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে।ছাত্র-ছাত্রীদের মোবাইলের ছোট্ট জগত থেকে বেরিয়ে আসার যে প্রয়াস তাকে অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
Ranjan Chanda
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Local sports, West Medinipur News