ঘাটাল: ড্রেনে পড়ল ষাঁড়। তাকে তুলতে হুলুস্থুল কাণ্ড। শুক্রবার সকালে এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার পাঁশকুড়ায়। পাঁশকুড়ায় বাসস্ট্যান্ডের কাছে ড্রেনে পরে যায় আস্ত একটি ষাঁড়। ষাঁড় তুলতে ঘটনাস্থলে আসে দমকল।
শুক্রবার সাত সকালে রাজ্য সড়কের পাশের ড্রেনে একটি ষাঁড় পড়ে যায়। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের পাশে থাকা একটি ড্রেনে হঠাৎ করেই পড়ে গিয়েছিল একটি পূর্ণবয়স্ক ষাঁড়। প্রথমে ষাঁড়টি নিজেই ওঠার চেষ্টা করলেও পারেনি। পরে স্থানীয়রাও চেষ্টা করেন ষাঁড়টিকে ড্রেন থেকে তোলার। তবে ব্যর্থ হন। শেষমেশ খবর দেওয়া হয় ঘাটাল দমকলে।
আরও পড়ুন: হুগলিতে ব্যতিক্রমী ছবি! সংসার চালাতে কাপড়ে জরির কাজ পঞ্চায়েত উপপ্রধানের
দমকলের কর্মীদের প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় ষাঁড়টিকে ড্রেন থেকে তোলা হয়। এলাকার বাসিন্দারা জানান, এলাকায় ঘোরা একটি ষাঁড় হঠাৎই রাস্তার ধারে থাকা ড্রেনে পড়ে যায়। তাকে তুললেই হিমশিম খেতে হয় স্থানীয় ও দমকল কর্মীদের।
রঞ্জন চন্দ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Midnapur