পশ্চিম মেদিনীপুর : ২০২১ সালের আগষ্ট মাসে বন্যার জল ঢুকেছিল ঘাটাল উপ সংশোধনাগারে, বন্দীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। কিন্তু বন্যার জল সরলেও জেলখানা চালু হয়নি আজও। ঘাটাল উপ সংশোধনাগার চালু না হওয়ায় জামিনে মুক্ত ব্যক্তিকে জেলখানা থেকে বের করে আনতে সমস্যায় পড়তে হচ্ছে আইনজীবী থেকে পরিবারের লোকদের। ঘাটাল থেকে মেদিনীপুর এর দূরত্ব ৭০ কিলোমিটার। আইনজীবীদের দাবি এই দীর্ঘ রাস্তা যাতায়াত করতে একদিকে যেমন অর্থ অপরদিকে সময় অপচয় হচ্ছে সাথে সাথে জামিনে মুক্ত ব্যক্তিকে সেই দিনই জেলখানা থেকে বের করা সম্ভব হচ্ছে না। ২০২১ সালের ১লা আগস্ট শিলাবতী নদীর বাউন্ডারি ওয়াল ভেঙে বন্যার জল ঢুকে পড়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় সহ উপর সংশোধনাগারে। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘাটাল উপ সংশোধনাগারের বন্দীদের। বন্যার জলের চাপে ভেঙে পড়ে প্রাচীরের কিছু অংশ, নষ্ট হয় জেনারেটর সহ ইলেকট্রিক লাইন। এরপর কেটে গেছে প্রায় একটা বছর।ইতিমধ্যে শীলাবতী নদী দিয়ে গড়িয়েছে অনেক জল তবুও কোনও অজানা কারণে আজও চালু হয়নি ঘাটালের উপ সংশোধনাগার। এখনও ফিরিয়ে আনা হয়নি আবাসিকদের মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে।এর জেরে আবাসিকদের পরিজনদের সমস্যায় পড়তে হচ্ছে তাদের সঙ্গে দেখা করতে হলে।এই বিষয়ে ঘাটাল জেল সুপার তথা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, ঘাটালের উপ সংশোধনাগার সম্পূর্ণ সংস্কারের কাজ শেষ হয়েছে। এটি খুব শীঘ্রই চালু করা হবে বলেও আশ্বাস দেন ঘাটালের মহকুমা শাসক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ghatal, Paschim medinipur