হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
বাল্যবিবাহের বাড়বাড়ন্ত ঠেকাতে পড়ুয়ারাই ভরসা

West Medinipur News: বাল্যবিবাহ ঠেকাতে এবার ভরসা পড়ুয়ারা

X
title=

গ্রামের মানুষকে সচেতন করতে স্থানীয় হাইস্কুল কালিয়াপাড়া রামকৃষ্ণ বিদ্যাভবনের কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে সাইকেল র‍্যালি করা হল এলাকায়।

  • Share this:

পশ্চিম মেদিনীপুর: আইন, সরকারের লাগাতার প্রচার সত্ত্বেও বাল্যবিবাহ পুরোপুরি লাগাম টানা যাচ্ছে না। উল্টে করোনা পরবর্তী পর্যায়ে কিছু কিছু গ্রামীণ এলাকায় হঠাৎই বাল্যবিবাহের হার অনেকটাই বেড়ে গিয়েছে। এতে সামাজিক ক্ষতির পাশাপাশি অল্পবয়সী মেয়েদের জীবনে চরম বিপর্যয় ঘটে যাচ্ছে। আর তাই বাল্যবিবাহ রোধে এবার আসরে নামানো হল পড়ুয়াদের।

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির প্রত্যন্ত এলাকা কালিয়াপাড়া। এখানে হঠাৎই বাল্যবিবাহের ঘটনা বেড়ে গিয়েছে। দিন কয়েক আগে এক ছাত্রী বিয়ে করতে না চেয়ে প্রশাসনে দারস্থ হয়েছিল। তার পরিবার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। এই পরিস্থিতিতে গ্রামের মানুষকে সচেতন করতে স্থানীয় হাইস্কুল কালিয়াপাড়া রামকৃষ্ণ বিদ্যাভবনের কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে সাইকেল র‍্যালি করা হল এলাকায়।

আরও পড়ুন: ধর্মের ভেদাভেদ ভুলে বসন্ত উৎসবে মাতল 'ওরাও'

এই সাইকেল র‍্যালিতে পড়ুয়াদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষকরাও। তাঁরা গ্রামের মানুষকে মেয়ের ১৮ বছরের নিচে বিয়ে দেওয়ার বিষয়টি যে আইনত দণ্ডনীয় অপরাধ সেটা বোঝান। পাশাপাশি অল্প বয়সে মেয়ের বিয়ে দিলে কী ক্ষতি হতে পারে সে সম্বন্ধেও সচেতন করার চেষ্টা করেন।

রঞ্জন চন্দ

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Child Marriage, West Medinipur News