হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
মেদিনীপুর কলেজের মুকুটে নয়া পালক, পড়ুয়াদের AI প্রশিক্ষণে খড়্গপুর IIT-র উদ্যোগ

West Midnapore News: মেদিনীপুর কলেজের মুকুটে নয়া পালক, পড়ুয়াদের AI প্রশিক্ষণে খড়্গপুর IIT-র উদ্যোগ

স্বাক্ষরিত হয়েছে মৌ চুক্তি

স্বাক্ষরিত হয়েছে মৌ চুক্তি

West Midnapore News: কৃত্রিম মেধায় ছাত্র-ছাত্রীদের উন্নত করতে মেদিনীপুর স্বশাসিত কলেজ ও আইআইটি খড়্গপুরে একটি ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে কর্মশালা শুরু হবে আর কিছুদিনের মধ্যেই।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মেদিনীপুর: ছাত্র-ছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাকে (Artificial Intelligence) কাজে লাগিয়ে নতুন ভাবনার পথে মেদিনীপুর স্বশাসিত কলেজ। পড়ুয়াদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে প্রশিক্ষণ দিতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে কলেজটি। আইআইটি খড়গপুরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ইন্টারডিসিপ্লিনারি সাইবার ফিজিক্যাল সিস্টেম (AI4ICPS- Artificial Intelligence for Interdisciplinary Cyber Physical System) ফাউন্ডেশন-এর সঙ্গে মেদিনীপুর স্বশাসিত কলেজ (Medinipur Autonomous College) এর মৌ চুক্তি হয়েছে।

প্রসঙ্গত আইআইটি খড়্গপুরের অধীন এই ফাউন্ডেশন-এর মধ্য দিয়ে স্বশাসিত কলেজ পড়ুয়ারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আগামী দিনে প্রযুক্তি নির্ভর জ্ঞান উপলব্ধির সঙ্গে সঙ্গে কীভাবে তারা প্রয়োগ ঘটাবে সে বিষয়ে শিক্ষা লাভ করতে পারবে। যা ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে বা বিজ্ঞান নির্ভর বিভিন্ন গবেষণার ক্ষেত্রে কাজে লাগবে ছাত্র-ছাত্রীদের। এমনটাই জানাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। মেদিনীপুর স্বশাসিত কলেজে বিশেষ ইউনিটের মধ্য দিয়ে এই শিক্ষা দেবে আইআইটি খড়্গপুরের সংশ্লিষ্ট ফাউন্ডেশন।

আরও পড়ুন: অসুস্থ হলেই ১৫টি গ্রামের মানুষকে ছুটতে হত সিউড়ি, এবার প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র

কলেজ সূত্রে খবর, দুই তরফে মৌ চুক্তির ফলে মেদিনীপুর স্বশাসিত কলেজের বিভিন্ন বিভাগের ইচ্ছুক ছাত্রছাত্রীরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারবে। পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বিজ্ঞানের উপর সমাজে তারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারবে। কলেজের পক্ষ থেকে বিশেষ ইউনিট গড়ে তোলার পর সেখানে পাঠদান শুরু হবে। বিশেষ কর্মশালা হবে কলেজেই। ছাত্র-ছাত্রীদের কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) শিক্ষাদানের পাশাপাশি প্রতি বছর বেশ কয়েকজন ছাত্রছাত্রী আইআইটি খড়্গপুরে ইন্টার্নশিপ করার সুযোগও পাবে, যাদের এই কর্মশালা থেকে বেছে নেওয়া হবে।

আরও পড়ুন: সীমান্তবর্তী এলাকায় গ্রেফতার ব্যক্তি, ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া বিএসএফ-এর!

শুধু তা-ই নয় ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের পরে আইআইটি খড়্গপুরের এই ফাউন্ডেশন এবং মেদিনীপুর স্বশাসিত কলেজের যৌথ উদ্যোগে একটি সার্টিফিকেটও প্রদান করা হবে। যা পরবর্তীতে বিশেষ কাজে লাগবে পড়ুয়াদের। সার্টিফিকেট প্রদানের পাশাপাশি প্রশিক্ষিত পড়ুয়াদের বিভিন্ন চাকরির ক্ষেত্রেও সহায়তা করবে সংশ্লিষ্ট কলেজ ও সংস্থাটি।

মেদিনীপুর স্বশাসিত কলেজের গোপাল চন্দ্র বেরা জানান, বর্তমান ছাত্রছাত্রীদের চাকরি জীবনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগের মধ্য দিয়ে এগিয়ে চলা সম্ভব। যে কোনও কাজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর গুরুত্ব অপরিসীম। তাই কলেজ পড়ুয়াদের স্বাবলম্বী করতে এবং পরবর্তীতে প্রযুক্তি নির্ভরতার ক্ষেত্রে সহায়তার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা। খুব শীঘ্রই মেদিনীপুর কলেজে শুরু হচ্ছে এই বিশেষ কর্মশালা তথা প্রশিক্ষণের ব্যবস্থা।

Ranjan Chanda

Published by:Teesta Barman
First published:

Tags: Artificial intelligence, Midnapore news