হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
নানা কর্মসূচিতে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালন

Paschim Medinipur News: নানা কর্মসূচিতে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালন

সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালন খড়গপুর রেলের

সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালন খড়গপুর রেলের

সারা দেশের সঙ্গে সোমবার "ভারতের লৌহ মানব" সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে খড়্গপুর রেলওয়ে বিভাগের পক্ষ থেকে পালন করা হল "জাতীয় ঐক্য দিবস। এই উপলক্ষ্যে এদিন দুপুরে খড়্গপুর সেরসা স্টেডিয়াম থেকে একতা পদযাত্রার আয়োজন করা হয়।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পশ্চিম মেদিনীপুর : সারা দেশের সঙ্গে সোমবার "ভারতের লৌহ মানব" সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে খড়্গপুর রেলওয়ে বিভাগের পক্ষ থেকে পালন করা হল "জাতীয় ঐক্য দিবস। এই উপলক্ষ্যে এদিন দুপুরে খড়্গপুর সেরসা স্টেডিয়াম থেকে একতা পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অংশ নেন খড়্গপুর রেলওয়ে বিভাগের DRM, ADRM, খড়গপুর এবং সমস্ত শাখার আধিকারিকরা। তার আগে শেরসা স্টেডিয়ামে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে।

খড়গপুরের শেরশা স্টেডিয়াম থেকে একতা পদযাত্রা শুরুর আগে একতার প্রতীক সরদার বল্লভ ভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন খড়গপুর রেলওয়ে বিভাগের ডিআরএম। এছাড়াও এদিন ইউনিটি অফ রান কর্মসূচি পালন করা হয় খড়্গপুর রেলওয়ে বিভাগের পক্ষ থেকে। এই দৌড় কর্মসূচিতে অংশ নেন রেলওয়ে আধিকারিক থেকে কর্মচারী ও সাধারণ মানুষ। অন্যদিকে খড়্গপুরের সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড ওয়ার্কশপ ভলেন্টিয়ারদের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ঐক্য দিবস পালন করা হয়।

কর্মসূচির শুরু হয়, পদযাত্রার মাধ্যমে। সংগঠনের কর্মী সমর্থক ও সদস্যরা এই পদযাত্রায় অংশ নেয়। পরে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, সর্দার বল্লভভাই প্যাটেল (Sardar Vallabhbhai Patel) আসল নাম বল্লভভাই ঝাভারভাই প্যাটেল একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতের স্বাধীনতার পর প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুনঃ NAAC এর বিচারে 'এ' গ্রেড কলেজে উন্নীত হল ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়

তিনি পেশায় একজন ব্যারিস্টার, স্বাধীনতার আগে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা প্রথম শ্রেণীর স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীনতার পরবর্তী সময়ে অখন্ড ভারত গঠনে ভূমিকা নেওয়া একজন দায়িত্ববান প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদ। তাঁর হাত ধরেই স্বাধীন ভারতের অখন্ডতা নির্মাণের কাজ শুরু হয়েছিল৷ স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের নির্বাচিত সরকারের সামনে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল বিচ্ছিন্নতাবাদ।

আরও পড়ুনঃ ফোঁটাতেও সুগার! তাই সুগার ফ্রি ভাপা মিষ্টি ভাই ফোঁটায় মাতালো বাজার 

একাধিক ছোট ছোট রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করবার জন্য, বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিতে থাকে, ভারতবর্ষের অভ্যন্তরে সার্বভৌমত্ব প্রশ্নের মুখোমুখি হয়ে যায়! এমনই এক প্রেক্ষাপটে সর্দার বল্লভভাই প্যাটেল নিজের হাতে ভারতবর্ষকে অখন্ড রূপ দেওয়ার চেষ্টা চালান এবং সেইসময় দেশের অখণ্ডতার স্বার্থে অত্যন্ত দ্রুততার সাথে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিয়েছিলেন৷ তিনি ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান যুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। তাঁর দৃঢ়চেতা ও কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্যই, ‘ভারতের লৌহ মানব’ বলা হয়৷

Partha Mukherjee

Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Kharagpur, Paschim medinipur