#পশ্চিম মেদিনীপুর: ব্যস্ততম রাজ্য সড়কের দু'ধারে কাদা। আর, তার জেরেই মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা! প্রসঙ্গত, জমি থেকে ট্রাক্টর, হার্ভেস্টার প্রভৃতি ওঠার পর, সেই কাদা জমে যায় রাস্তার উপর। আর, সেই কাদাতেই পিছলে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইক চলে আসে দাঁতন-বেলদাগামী একটি যাত্রীবাহী বাসের সামনে। ওই মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রী বোঝাই ওই বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে নয়ানজুলিতে। ঘটনায় গুরুতর আহত হন প্রায় ১৫ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দাঁতন থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে বেলদার দিকে আসছিল যাত্রীবাহী বাসটি। বেলদা ঢোকার আগে, বামনপুকুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের সামনে চলে আসে উল্টো দিকে যাওয়া একটি মোটর বাইক। ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে, নয়ানজুলিতে উল্টে যায় যাত্রীবোঝাই ওই বেসরকারি বাস। ঘটনায় আহত হয়েছেন বাসের চালক সহ ১৫ জন যাত্রী। খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশের সাথে স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগান। তবে, স্থানীয় মানুষজন জানিয়েছেন, এইভাবে ব্যস্ততম জাতীয় সড়ক বা রাজ্য সড়কের দুই পাশে কাদা জমে যাওয়ার জন্যই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এনিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা উচিৎ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিৎ, এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের।
Partha Mukherjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Road Accident, West Medinipur