#পশ্চিম মেদিনীপুর : ডেবরায় সাইকেল নিয়ে দূয়ারে বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। সম্প্রতি রাজ্য তৃনমূলের তরফে প্রতিটি জেলায় শুরু হয়েছে "চলো গ্রামে যাই" কর্মসুচি। অন্যদিকে একই সঙ্গে চলছে দুয়ারে সরকার শিবির। এবার এই কর্মসূচির মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা এলাকায় দেখা গেল "দুয়ারে বিধায়ক" কে। তাও আবার সাইকেল নিয়ে বাড়ী বাড়ী গিয়ে সরকারের উন্নয়ন মূলক কর্মসুচী গুলি সাধারন মানুষের কাছে তুলে ধরলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। এদিন সকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে ডেবরা ব্লকের ৫/২ অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম সাইকেলে করেই ঘুরে বেড়ালেন বিধায়ক হুমায়ুন কবির।
শুনলেন এলাকার মানুষজনের অভাব অভিযোগ। সামনে পঞ্চায়েত নির্বাচন তার আগেই এই কর্মসুচী জোর কদমে চলবে বলে জানালেন বিধায়ক। এমনকি তিনি এও জানান, আগামী কয়েক দিনে ডেবরা বিভিন্ন প্রান্ত যে সমস্ত এলাকা গুলিতে গাড়ী যাবে না, সেই এলাকায় সাইকেলে করে গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি গ্রামে গ্রামে গিয়ে বাচ্চাদের হাতে চকলেটও তুলে দেন বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।
আরও পড়ুনঃ আগামী ৬ মাসের মধ্যেই সম্পন্ন হবে বীরেন্দ্র সেতু মেরামতের কাজ
প্রসঙ্গত, আগামী কয়েক মাসের মধ্যেই ঘোষিত হতে পারে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। তাই গ্রামের মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচারে নামতে বলা হয়েছে বিধায়ক থেকে পঞ্চায়েত প্রতিনিধি সকলকে। সেই মতো গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে "চলো গ্রামে যাই" কর্মসূচি। সেই কর্মসূচিতেই এদিন অংশ নিয়ে সাইকেলে চড়ে গ্রাম থেকে গ্রাম ঘুরলেন বিধায়ক হুমায়ুন কবির।
Partha Mukherjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Debra, Paschim medinipur