হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
হাসপাতালে রোগীর সঙ্গে আনতে হবে হাত-পাখা! তীব্র গরমে মেদিনীপুরে অবাক কাণ্ড

Midnapore News: হাসপাতালে রোগীর সঙ্গে আনতে হবে হাত-পাখা! তীব্র গরমে মেদিনীপুরে অবাক কাণ্ড

X
এই [object Object]

Midnapore News: হাসপাতালে রোগী ভর্তি করতে গেলে হাতে আনতে হবে পাখা। কারণ জানলে চমকে যাবেন!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পশ্চিম মেদিনীপুর: রোগী ভর্তি করলে সঙ্গে আনতে হবে পাখা। হাসপাতালে দেওয়াল জুড়ে এমনই পোস্টারে রীতিমতো হইচই কাণ্ড পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। পোস্টারে শুধু হাতপাখা আনার কথা লেখা নেই, গ্রামীণ স্বাস্থ্যের করুণ দশাকেও তুলে ধরা হয়েছে। তবে এই ধরনের পোস্টার সাঁটিয়েছে কারা, সে প্রশ্ন ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে।

প্রসঙ্গত বেশ কয়েকদিন হল তাপমাত্রায় পারদ ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে। প্রবল গরমে নাজেহাল হচ্ছে বঙ্গবাসী। বারংবার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের কঙ্কালসার চেহারার ছবি সামনে এসেছে। কখনও হাসপাতালের মধ্যে দৌড়াচ্ছে ইঁদুর। আবার কোথাও স্বাস্থ্যকেন্দ্রে নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা।

আরও পড়ুন: এক চুমুকেই শরীর ঠান্ডা! তীব্র গরমে দিচ্ছে শান্তি! খেয়েছেন এই পানীয়? জানুন

ক্ষীরপাই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে তীব্র দাবদাহের মধ্যে হাসপাতালের বেহাল ছবি সামনে এসেছে। তীব্র গরমের মধ্যে হাসপাতালে পাখা নেই। পাখা না থাকার কারণে গরমে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে হাসপাতালের ভেতরে। বাড়ি থেকে হাত পাখায় এনে আপাতভাবে কাজ চালাতে হচ্ছে রোগীর পরিজনদের।

আরও পড়ুন:

চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই প্রাথমিক হাসপাতালে এমনই কঙ্কালসার ছবি সামনে আসার পর সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন। তবে এমনই কঙ্কালসার চিত্রের মাঝে হাসপাতালের দেওয়ালে পড়ল পোস্টার। যে পোস্টারে লেখা রয়েছে, ক্ষীরপাই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে করুণ দশা। রোগী ভর্তি করতে আনলে অবশ্যই পাখা সাথে আনতে হবে।তবে এই পোস্টার সামনে আসার পর রীতিমত অস্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য দ্রুত সমাধান করা হবে। তবে কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে, তা নিয়ে ধন্ধে হাসপাতাল কর্তৃপক্ষ।

Ranjan Chanda

Published by:Piya Banerjee
First published:

Tags: Health, Hospital, Midnapore news